সংস্কৃতিমন্ত্রক
সংস্কৃতি মন্ত্রক সুলভ ইন্টারন্যাশনালের সহযোগিতায় “স্বচ্ছতা ও স্বাধীনতা উদযাপনে স্বচ্ছগ্রহ” আয়োজন করেছে
Posted On:
06 MAR 2022 10:30AM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৬ মার্চ, ২০২২
সংস্কৃতি মন্ত্রক, জলশক্তি মন্ত্রক, আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রক সুলভ ইন্টারন্যাশনালের সঙ্গে যৌথভাবে আজাদি কা অমৃত মহোৎসব পালনের অঙ্গ হিসাবে নতুন দিল্লিতে ৫ই মার্চ ‘স্বচ্ছগ্রহ’র আয়োজন করে। স্বচ্ছতা, স্বাধীনতা ও সুলভের বিষয়ে জনসচেতনতায গড়ে তুলতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পুরো অনুষ্ঠানটি দুটি অধিবেশনে ভাগ করা হয়। সুলভ স্যানিটেশনের প্রতিষ্ঠাতা ডঃ বিন্দেশ্বর পাঠক জানান, দেশ জুড়ে আজাদি কা অমৃত মহোৎসব উদযাপনে আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রক, জল শক্তি মন্ত্রক এবং সংস্কৃতি মন্ত্রকের সঙ্গে একযোগে কাজ করার সুযোগ অভাবনীয়। তিনি প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারত অভিযানের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, মহাত্মা গান্ধীর স্বচ্ছ ভারতের ভাবনাকে বাস্তবায়িত করতে সুলভ পরিবার সক্রিয়। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উন্মুক্ত স্থানে শৌচকর্ম বন্ধ করা এবং দেশের প্রতিটি স্কুলে শৌচালয়ের ব্যবস্থা করার জন্য যথেষ্ট উদ্যোগ নিয়েছেন।
অনুষ্ঠানে অমৃত মহোৎসবের উপর একটি চলচ্চিত্র প্রদর্শিত হয়। দ্বিতীয় অধিবেশনের মূল ভাবনা ছিল “এক শাম সুর, তাল অউর স্বচ্ছতাকে নাম”। বিশ্বের একমাত্র সংস্কৃত গানের ব্যান্ড ধ্রুব এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। ভারতের নিজস্ব ঐতিহ্য বেদ গান ও স্তোত্র গান তাঁরা সংস্কৃত ভাষায় উপস্থাপিত করেন। পন্ডিতা অনুরাধা পাল এবং ‘সুফরে’ মিউজিক গ্রুপ দেশের নানা অংশের পল্লীগীতি, সুফি, কাওয়ালি, হিন্দুস্থানী ও কর্ণাটকী শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠানে উপস্থাপিত করে।
CG/CB/SB
(Release ID: 1803426)
Visitor Counter : 152