ইস্পাতমন্ত্রক
azadi ka amrit mahotsav

ন্যাশনাল মিনারেল ডেভলপমেন্ট কর্পোরেশন লিমিটেড ২০১৮-১৯ এবং ২০২০-২১-এর জন্য ইস্পাত রাজভাষা পুরস্কার ও ২০১৯-২০ সালের জন্য ইস্পাত রাজভাষা প্রেরণা পুরস্কার অর্জন করেছে

Posted On: 06 MAR 2022 2:05PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৬ মার্চ, ২০২২


ন্যাশনাল মিনারেল ডেভলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, এনএমডিসি দেশের বৃহত্তম লৌহ আকরিক উৎপাদনকারী সংস্থা হিসেবে পরিচিত। ইস্পাত মন্ত্রকের অধীন এই সংস্থাটি ২০১৮-১৯ এবং ২০২০-২১-এর জন্য ইস্পাত রাজভাষা পুরস্কার  ও ২০১৯-২০ সালের জন্য ইস্পাত রাজভাষা প্রেরণা পুরস্কার অর্জন করেছে। গত ৩ মার্চ, ২০২২ মাদুরাইতে অনুষ্ঠিত ইস্পাত মন্ত্রকের হিন্দি উপদেষ্টা কমিটির বৈঠকে ইস্পাত মন্ত্রী শ্রী রাম চন্দ্র প্রসাদ সিং ন্যাশনাল মিনারেলস ডেভলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর শ্রী  সুমিত দেবের হাতে প্রশংসাপত্র তুলে দেন। তিনি ভারতের সরকারি ভাষা হিসেবে হিন্দি ব্যবহারের জন্য ইস্পাত মন্ত্রকের অধীন সংস্থাগুলির প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। এই পুরস্কার অর্জনের জন্য কেন্দ্রীয় মন্ত্রী ন্যাশনাল মিনারেলস ডেভলপমেন্ট কর্পোরেশন লিমিটেড'কে অভিনন্দন জানান।

কেন্দ্রীয় ইস্পাত প্রতিমন্ত্রী শ্রীফগ্গন সিং কুলাস্তে ন্যাশনাল মিনারেলস ডেভলপমেন্ট কর্পোরেশন এর উপ-জেনারেল ম্যানেজার( সরকারি ভাষা)-র হাতে উদ্ধৃতি পত্রটি তুলে দেন। এই উপলক্ষে ন্যাশনাল মিনারেলস ডেভলপমেন্ট কর্পোরেশনের পক্ষ থেকে একটি স্বল্প দৈর্ঘ্যের ছবি প্রদর্শন করা হয়, যেখানে সংস্থাটিতে কিভাবে হিন্দি ভাষা ব্যবহার করা হচ্ছে তা দেখানো হয়।

ওই দিনের বৈঠকে ইস্পাত মন্ত্রকের আধিকারিকরা ছাড়াও হিন্দি উপদেষ্টা কমিটির পদস্থ আধিকারিক এবং বিভিন্ন ইস্পাত সংস্থার চেয়ারম্যান ও ম্যানেজিং ডাইরেক্টররা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ন্যাশনাল মিনারেল ডেভলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর শ্রী সুমিত দেব বলেন,' হিন্দি ভাষার ব্যবহার এবং বাস্তবায়নের ক্ষেত্রে এনএমডিসি'র অবদানের জন্য আমি গর্বিত। এই সংস্থায় আমরা প্রযুক্তিগত বিষয়গুলিও হিন্দিতে লেখার জন্য উৎসাহিত করি। এই ভাষার ব্যবহার কে উৎসাহিত করি।'


CG/ SB


(Release ID: 1803424) Visitor Counter : 150