শিল্পওবাণিজ্যমন্ত্রক

নতুন দিল্লিতে ভারত ও বাংলাদেশের বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠক

Posted On: 05 MAR 2022 10:04AM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৫ মার্চ, ২০২২
 
নতুন দিল্লিতে শুক্রবার (৪ঠা মার্চ) ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন কেন্দ্রীয় সরকারের বাণিজ্য সচিব শ্রী বি ভি আর সুব্রমোনিয়াম। বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রকের বরিষ্ঠ সচিব শ্রী তপন কান্তি ঘোষ। 
 
উভয় পক্ষই রেল পরিকাঠামো, বন্দর পরিকাঠামোর উন্নয়ন, সর্বাঙ্গীণ অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি, সীমান্ত  হাট, মাল্টি-মোডাল ট্রান্সপোর্টেশনের মাধ্যমে আঞ্চলিক সংযোগ,উভয় দেশের পারস্পরিক সম্পর্ক সহ বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করে। 
 
আলোচিত একাধিক বিষয়ের মধ্যে বেশ কয়েকটি ক্ষেত্রে উভয় দেশের প্রতিনিধি বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। সম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যে উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে। রেল পথের মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য সহজতর করে তুলতে  সিরাজগঞ্জ বাজারে কন্টেনার হ্যান্ডলিং সুবিধা বিকাশের জন্য একটি বিশদ প্রকল্প প্রস্তাব অনুমোদিত হয়েছে। ভারত-বাংলাদেশের মধ্যে পণ্যবাহী ট্রেন চলাচলের জন্য বেনাপোলে ৯০০ মিটার নতুন সাইডিং লাইন নির্মাণ করা হয়েছে। দর্শনার মাধ্যমে রেলপথে ভারত থেকে সমস্ত পণ্য আমদানির অনুমতি দেওয়ার জন্য দর্শনায় পণ্য ওঠা-নামার ক্ষেত্রে প্ল্যাটফর্মের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। ঈশ্বরদীতে রেল ও সড়ক-ভিত্তিক আইসিডি উন্নয়নের জন্য বিশদ প্রকল্প প্রস্তাব অনুমোদিত হয়েছে। 
 
কোভিড বিধি নিষেধের কারণে বেশ কয়েক বছর সীমান্ত  হাটগুলি বন্ধ ছিল। সেগুলি শীঘ্রই খোলা হবে। পেট্রাপোল – বেনাপোল ইন্টিগ্রেটেড চেকপোস্ট ৭ দিন ২৪ ঘণ্টা চালু রাখা হবে। মাল্টি-মোডাল পরিবহণের মাধ্যমে দু’দেশের মধ্যে আঞ্চলিক সংযোগ জোরদার করা হবে বলে বৈঠকে স্থির হয়েছে। 
 
চলতি বছরের দোরা ও তেসরা মার্চ কেন্দ্রীয় সরকারের বাণিজ্য ও শিল্প মন্ত্রক এবং বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রকের অতিরিক্ত/যুগ্ম সচিব পর্যায়ের বাণিজ্য সম্পর্কিত যৌথ কার্যকরি গোষ্ঠীর চতুর্দশ বৈঠক অনুষ্ঠিত হয়। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা হয় এই বৈঠকে। উভয় পক্ষ সহমত হয়েছে যে, যৌথ কার্যকরি গোষ্ঠী এবং বাণিজ্য সচিবদের পরবর্তী  বৈঠক বাংলাদেশে অনুষ্ঠিত হবে।  
 
 
CG/SS/SB


(Release ID: 1803248) Visitor Counter : 236