আবাসনএবংশহরাঞ্চলেরদারিদ্র্যদূরীকরণমন্ত্রক
বর্জ্য মুক্ত শহর গুলির জন্য সামাজিক উদ্যোগ : স্বচ্ছ ভারত অভিযান গ্রামীন-২ এর ব্যবস্থাপনায় মহিলা উদ্যোক্তাদের উৎসাহিত করতে জাতীয় সম্মেলন
সম্মেলনে বর্জ্যমুক্ত শহর গুলির জন্য জাতীয় সক্ষমতা তৈরির রুপরেখা'র সূচনা করা হয়েছে
Posted On:
05 MAR 2022 9:13AM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৫ মার্চ, ২০২২
স্বচ্ছ ভারত অভিযান- গ্রামীণ-২ এর ব্যবস্থাপনায় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের অধীনে 'বর্জ্য মুক্ত শহরগুলির জন্য সামাজিক উদ্যোগ: বর্জ্য ব্যবস্থাপনায় মহিলা উদ্যোক্তাদের উৎসাহিত করা'- শীর্ষক এক জাতীয় সম্মেলনের আয়োজন করা হয়। ছত্রিশগড় সরকারের সহযোগিতায় রায়পুরে আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ১৯ টি রাজ্যের পদস্থ সরকারি আধিকারিকরা ছাড়াও প্রায় একশ জন প্রতিনিধি বিশেষ করে বর্জ্য ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত মহিলা প্রতিনিধিরা যোগ দেন। অনুষ্ঠানে ছত্রিশগড়ের নগরোন্নয়ন মন্ত্রী শ্রী শিবকুমার দাহরিয়া সহ রায়পুর মিউনিসিপাল কর্পোরেশনের মেয়র শ্রী আইজাজ ধীবর, স্বচ্ছ ভারত অভিযানের সচিব শ্রী মনোজ যোশী, ছত্রিশগড়ের মুখ্য সচিব শ্রী অমিতাভ জৈন সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এই অনুষ্ঠানে প্রায় একশ জন 'স্বচ্ছতা দিদি' এবং ছত্রিশগড়ের বিভিন্ন স্থান থেকে আগত মহিলা স্বনিযুক্তি গোষ্ঠীর সদস্যরা উপস্থিত ছিলেন। এদিনের অনুষ্ঠান ভার্চুয়াল মোডে দেখার জন্য গোটা শহর জুড়ে প্রায় লক্ষাধিক দর্শক উপস্থিত ছিলেন।
রাজ্যের মন্ত্রী শ্রী শিবকুমার দাহরিয়া তাঁর বক্তৃতায় উল্লেখ করেন যে, স্বচ্ছতা দিদিরা মূলত বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে সঠিক পরিবর্তন আনার লক্ষ্যে নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির কাজ করে গেছেন। এরই ফলস্বরূপ স্বচ্ছ ভারত অভিযান-এর অধীনে গত তিন বছর ধরে ছত্রিশগড় দেশের সবচেয়ে পরিচ্ছন্ন শহর হিসেবে চিহ্নিত হয়েছে।
রায়পুরের মেয়র বর্জ্য ব্যবস্থাপনায় 'বর্তন ব্যাঙ্ক' স্হাপনের মতো প্রচেষ্টার কথা উল্লেখ করে বলেন যে, রায়পুরের সাফাই কর্মীরা যে অসামান্য কাজ করেছেন তা উল্লেখযোগ্য। অতিমারির সময়ও তাঁরা তাঁদের নিয়মিত কাজকর্মের বাইরে গিয়ে সংক্রমিত পরিবারগুলির পাশে গিয়ে দাঁড়িয়েছেন।
অনুষ্ঠানে নগরোন্নয়ন মন্ত্রকের সচিব জানান যে, বর্জ্য ব্যবস্থাপনায় ছত্তিশগড় মডেল দেশের সমস্ত শহর গুলির অনুকরণ করা উচিত।
সম্মেলনে বর্জ্য মুক্ত শহর গুলির জন্য স্বচ্ছ ভারত অভিযান-২ এর মাধ্যমে জাতীয় সক্ষমতা তৈরির রূপরেখার সূচনা করা হয়। এই ধরনের ব্যবস্থাপনা যথেষ্ট কার্যকর হবে বলে মনে করা হচ্ছে।
CG/ SB
(Release ID: 1803246)
Visitor Counter : 192