স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতে কোভিড-১৯ টিকাকরণ ১৭৮ কোটি ২৯ লক্ষ ছাড়িয়েছে


দেশে গত ২৪ ঘণ্টায় ২৪ লক্ষে ৮৪ হাজারেরও বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে

জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.৬৪ শতাংশ

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৩৯৬

দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ৬৯ হাজার ৮৯৭

সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার ০.৯০ শতাংশ

Posted On: 04 MAR 2022 9:43AM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৪ মার্চ, ২০২২

 

দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ টিকাকরণের সংখ্যা ২৪ লক্ষ ৮৪ হাজার ৪১২। আজ সকাল ৭টা পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, মোট টিকাকরণের সংখ্যা ১৭৮ কোটি ২৯ লক্ষ ১৩ হাজার ৬০।

মোট টিকাকরণের পরিসংখ্যান নিম্নরূপ:

স্বাস্থ্য কর্মী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

 

 

প্রিকশন ডোজ

,০৪,০১,৮৫৯

 

৯৯,৭১,৭৮০

 

 

৪২,১৪,২১৬

 

অগ্রভাগে থাকা করোনা-যোদ্ধা

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

 

প্রিকশন ডোজ

,৮৪,১০,০৪৬

 

,৭৪,৫১,৯৬২

 

৬৩,১২,৬৯০

 

১৫-১৮ বছর বয়সী

 

 

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

,৫১,৪৬,৮৬৫

 

,৯৪,৪৬,৪৬২

 

১৮-৪৪ বছর বয়সী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

৫৫,২২,২২,২৯৪

 

৪৪,৭২,৩৩,৭১৬

 

৪৫-৫৯ বছর বয়সী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

২০,২৩,৪০,২৫৫

 

১৮,০৮,৩২,৭৮৯

 

৬০ বছরের বেশি বয়সী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

 

প্রিকশন ডোজ

১২,৬৪,৬৭,১২৯

 

১১,২৬,১৮,০০৫

 

৯৮,৪২,৯৯২

 

 

প্রিকশন ডোজ

,০৩,৬৯,৮৯৮

 

মোট

 

,৭৮,২৯,১৩,০৬০

দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৩ হাজার ৪৫০ জন। এর ফলে, মহামারী শুরুর সময় থেকে মোট আরোগ্যলাভের সংখ্যা ৪ কোটি ২৩ লক্ষ ৬৭ হাজার ৭০।

জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.৬৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৩৯৬ জন।

দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে ৬৯ হাজার ৮৯৭ হয়েছে, যা মোট আক্রান্তের ০.১৬ শতাংশ।

দেশে একদিকে যেমন নমুনা পরীক্ষার পরিকাঠামো বেড়েছে, তেমনই দেশে গত ২৪ ঘণ্টায় ৯ লক্ষ ২৩ হাজার ৩৫১টি নমুনা পরীক্ষা হয়েছে। এর ফলে, সামগ্রিকভাবে মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৭৭ কোটি ৯ লক্ষ ৭৩ হাজার ৩৫৬।

দেশে একদিকে যখন নমুনা পরীক্ষার হার লাগাতার বেড়েছে, অন্যদিকে তখন সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার দাঁড়িয়েছে ০.৯০ শতাংশ। একইভাবে, দৈনিক আক্রান্তের হার দাঁড়িয়েছে ০.৬৯ শতাংশ।

 

CG/SS/SB


(Release ID: 1803064) Visitor Counter : 153