অর্থমন্ত্রক
azadi ka amrit mahotsav

আয়কর দপ্তর মুম্বাইয়ে তল্লাশি অভিযান চালিয়েছে

प्रविष्टि तिथि: 03 MAR 2022 1:22PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩ মার্চ, ২০২২

 

আয়কর দপ্তর বৃহনমুম্বাই মিউনিসিপাল কর্পোরেশনের কয়েকজন ঠিকাদার, একজন বিশিষ্ট ব্যক্তি ও তাঁদের নিকটজনেদের কর্মস্থল ও বাসস্থানে ২৫শে ফেব্রুয়ারি তল্লাশি অভিযান চালিয়েছে।  দপ্তরের আধিকারিকরা মুম্বাইয়ের ৩৫টি জায়গায় এই অভিযান চালায়।

তল্লাশি অভিযান চালানোর সময় বেশ কিছু আপত্তিকর নথি, কাগজ এবং ডিজিটাল প্রামাণ্য নথি বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্ত করা নথি থেকে এটা স্পষ্ট যে, এই ঠিকাদারদের সঙ্গে ওই বিশিষ্ট ব্যক্তির যথেষ্ট যোগাযোগ আছে। সংশ্লিষ্ট নথিগুলি থেকে প্রায় ৩৬টি স্থাবর সম্পত্তির হদিশ পাওয়া গেছে যেগুলির মোট মূল্য ১৩০ কোটি টাকার বেশি। এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে অথবা তাঁদের নিকটজন কিংবা বেনামে সম্পত্তিগুলি কেনা হয়েছে। তল্লাশি চালানোর সময় দেখা গেছে, সংশ্লিষ্ট ব্যক্তিরা আন্তর্জাতিক হাওয়ালা চক্রের সঙ্গে যুক্ত। বিদেশে আর্থিক লেনদেনের সন্ধানও তল্লাশি অভিযান চালানোর সময় স্পষ্ট হয়েছে। কিছু  আলগা কাগজ ও এক্সেল ফাইল থেকে হিসাব বহির্ভূত নগদ লেনদেনের প্রমাণ মিলেছে, যার মোট পরিমাণ বেশ কয়েকশ’ কোটি টাকা। এগুলি কোথাও কোন হিসাবে দেখানো হয়নি।    

ঠিকাদারদের ক্ষেত্রে যে নথিগুলি বাজেয়াপ্ত করা হয়েছে সেগুলি থেকে এটা স্পষ্ট যে, ঠিকাদাররা তাঁদের উপার্জনের ওপর আয়করের বোঝা যাতে না চাপানো হয় তার জন্য বিপুল অঙ্কের ব্যয় দেখিয়েছেন। এক্ষেত্রে ভুয়ো লেনদেনের সাহায্য নেওয়া হয়েছে। বেশ কয়েকটি ক্ষেত্রে দেখা গেছে, নির্দিষ্ট কোনও ব্যক্তির থেকে নগদ নিয়ে সেই ব্যক্তিকে বেশ কিছু অন্যায্য সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে। এছাড়াও, বিভিন্ন সম্পত্তিতে বিনিয়োগ করার ক্ষেত্রে হিসাব বহির্ভূত লেনদেনের প্রমাণও পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে এটা স্পষ্ট যে, এইসব ঠিকাদাররা প্রায় ২০০ কোটি টাকার আয় গোপন করেছেন।

তল্লাশি অভিযান চালানোর সময় হিসাব বহির্ভূত ২ কোটি টাকা নগদ এবং ১ কোটি ৫০ লক্ষ টাকার অলঙ্কার এ পর্যন্ত বাজেয়াপ্ত করা হয়েছে। এ বিষয়ে আরও তদন্ত চলছে।

 

CG/CB/DM/


(रिलीज़ आईडी: 1802715) आगंतुक पटल : 189
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Telugu