প্রতিরক্ষামন্ত্রক
প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির জন্য আগ্রায় ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ১৯তম সামরিক সহযোগিতা বৈঠক
Posted On:
02 MAR 2022 3:22PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০২ মার্চ, ২০২২
উত্তর প্রদেশের আগ্রায় ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ১৯তম সামরিক সহযোগিতা গোষ্ঠীর বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ভারতের চেয়ারম্যান চিফস অফ স্টাফ কমিটির ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ এয়ার মার্শাল বি আর কৃষ্ণ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ইউ এস ইন্দো-প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডার লেঃজেঃ স্টিফেন ডি স্কলেংকা যৌথভাবে পৌরোহিত্য করেন। উভয় দেশের মধ্যে প্রতিযোগিতা ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা হয়েছে। এছাড়াও, বর্তমান সহযোগিতামূলক ব্যবস্থাপনায় আর কি কি নতুন কর্মসূচি যুক্ত করা যায়, বৈঠকে তা নিয়েও আলোচনা হয়েছে।
ভারত-মার্কিন সামরিক সহযোগিতা গোষ্ঠী কৌশলগত ও পরিচালনগত বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিত আলাপ-আলোচনা করে। মূলত, সদর দপ্তর, ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ এবং ইউ এস ইন্দো প্যাসিফিক কমান্ডের মধ্যে এই আলোচনা অনুষ্ঠিত হয়।
CG/CB/SB
(Release ID: 1802473)
Visitor Counter : 208