বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক
কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন তরুণ প্রতিভাকে সুপরামর্শ দেওয়া ভারতের ক্ষেত্রে সেরা বিনিয়োগ @২০৪৭
২৫ বছর বয়সী তরুণ বিজ্ঞানীদের আগামী ২৫ বছরের রোডম্যাপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে যখন ভারত স্বাধীনতার শতবর্ষ উদযাপন করবে
জাতীয় বিজ্ঞান দিবসে ডক্টর জিতেন্দ্র সিং বিজ্ঞান সঞ্চার পুরস্কার প্রদান করেছেন
प्रविष्टि तिथि:
28 FEB 2022 5:39PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৮ ফেব্রুয়ারি, ২০২২
কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিং বলেছেন, তরুণ প্রতিভাকে সুপরামর্শ দেওয়া ভারতের ক্ষেত্রে আগামী ২৫ বছরের সেরা বিনিয়োগ। তিনি বলেছেন, ২৫ বছর বয়সী তরুণ বিজ্ঞানীদের আগামী ২৫ বছরের রোডম্যাপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে যখন ভারত স্বাধীনতার শতবর্ষ উদযাপন করবে।
ডক্টর জিতেন্দ্র সিং আজ জাতীয় বিজ্ঞান দিবসে জাতীয় বিজ্ঞান সপ্তাহের সমাপ্তি অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। এবারে জাতীয় বিজ্ঞান দিবস "বিজ্ঞান সর্বত্র পুজ্যতে" হিসেবে চিহ্নিত করা হয়েছে।
কেন্দ্রীয় মন্ত্রী তাঁর ভাষণে বলেন যে, একসপ্তাহের এই "বিজ্ঞান সর্বত্র পুজ্যতে" উদযাপনের উদ্দেশ্য হলো বিজ্ঞানকে উদযাপন করা এবং উপাসনা করা। তিনি বলেন, 'আমাদের কাছে যা ছিল না তা আমরা কীভাবে তৈরি করি তাক আত্ম দর্শন এবং দেখার একটা সুযোগ সৃষ্টি করেছে। বিজ্ঞান এবং বৈজ্ঞানিক চিন্তা ধারাকে সাধারণ মানুষের কাছে নিতে হবে যেখানে তাঁরা উপকৃত হতে পারেন।'
কেন্দ্রীয় মন্ত্রী জাতীয় বিজ্ঞান দিবসে বিজ্ঞানীদের প্রতি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছাবার্তাকে উল্লেখ করে বলেন যে,"সকল বিজ্ঞানী এবং বিজ্ঞান অনুরাগীদের জাতীয় বিজ্ঞান দিবসের শুভেচ্ছা। আসুন আমাদের সম্মিলিত বৈজ্ঞানিক দায়িত্ব পালনের মধ্যে দিয়ে আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করি যে, মানুষের উন্নতির জন্যই বিজ্ঞান।"
ডক্টর সিং আরও উল্লেখ করেন যে, বিজ্ঞান সর্বত্র পুজ্যতে। এটি দেশব্যাপী একটি কর্মসূচি। যা গত ২২শে ফেব্রুয়ারি দিল্লি শহর দেশের ৭৫ টি সানে শুরু করা হয়। এই কর্মসূচী ব্যাপক প্রশংসিত হয়েছে। জাতীয় বিজ্ঞান দিবস হল সংগ্রাম ও ত্যাগের প্রতিফলন করার একটি উদ্যোগ। যা আধুনিক বিজ্ঞানের উত্থানের দিকে পরিচালিত হয়। এর পাশাপাশি, আগামী ২৫ বছরের জন্য অর্থাৎ ২০৪৭ সালের দিকে নিয়ে যাওয়ার পথ গুলি প্রশস্ত করে। দেশের স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে এই সপ্তাহব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
তিনি বলেন, আমরা যেমন স্বাধীনতা সংগ্রামীদের সাথে ভারতের স্বাধীনতার ৭৫ বছর আজাদী কা অমৃত মহোৎসব উদযাপন করছি, তেমনি আমরা মহেন্দ্রলাল সরকার, জগদীশচন্দ্র বসু এবং প্রফুল্ল চন্দ্র রায়ের মতো স্মরণীয় ভারতীয় বিজ্ঞানীদের অবদানকে স্মরণ করতে চাই। কেন্দ্রীয় মন্ত্রী উল্লেখ করেন যে, ভারত আজ প্রধানমন্ত্রী শ্রী মোদীর অধীনে মহাকাশ, পারমাণবিক শক্তি, অচিরাচরিত শক্তি, ন্যানোপ্রযুক্তি, কৃষি, ডিজিটাল ক্ষেত্র এবং তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে দ্রুত এবং রূপান্তরমূলক পরিবর্তন নিয়ে গর্ব অনুভব করতে পারে।
ভারত সারা বিশ্বের কয়েকটি দেশের মধ্যে অন্যতম যারা তাদের সংবিধানে বিজ্ঞানের কথা বিশেষভাবে উল্লেখ করে।
ডক্টর জিতেন্দ্র সিং এদিন জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষে বিজ্ঞান সঞ্চার পুরস্কার প্রদান করেন। প্রতিবছর ২৮ শে ফেব্রুয়ারি স্যার সিভি রমনের 'রমন এফেক্ট' বা 'রমন প্রভাব' আবিষ্কারের স্মরণে জাতীয় বিজ্ঞান দিবস উদযাপন করা হয়। যে আবিষ্কারের জন্য তিনি ১৯৩০ সালে নোবেল পুরস্কার অর্জন করেন। এদিনই প্রতিষ্ঠিত হয় বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ। বিজ্ঞানকে জনপ্রিয়করণের উদ্দেশ্যে ১৯৮৭ সাল থেকে বিজ্ঞান সঞ্চার পুরস্কার প্রদান করার হয়ে আসছে। পুরস্কারের মধ্যে রয়েছে একটি স্মারক, শংসাপত্র এবং পুরস্কারের অর্থ।
কেন্দ্রীয় মন্ত্রী এদিন তিনটি বই প্রকাশ করেন।
CG/ SB
(रिलीज़ आईडी: 1801938)
आगंतुक पटल : 385