জলশক্তি মন্ত্রক
কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী আগামীকাল উত্তর পূর্বের রাজ্যগুলির মন্ত্রীদের আঞ্চলিক সম্মেলনে পৌরোহিত্য করবেন
Posted On:
27 FEB 2022 4:21PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৭ ফেব্রুয়ারি, ২০২২
কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত আগামীকাল গুয়াহাটিতে উত্তর পূর্বের রাজ্যগুলির আঞ্চলিক সম্মেলনে পৌরোহিত্য করবেন। এই সম্মেলনে উত্তর পূর্বের বিভিন্ন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দপ্তর, গ্রামীণ জল সরবরাহ ও স্বচ্ছতা দপ্তরের মন্ত্রীরা উপস্থিত থাকবেন। জল জীবন মিশন এবং স্বচ্ছ ভারত মিশন - গ্রামীণ কর্মসূচির রূপায়ণের বিভিন্ন দিক নিয়ে সম্মেলনে আলোচনা হবে।
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গত ২৩ তারিখ 'কোন নাগরিকই যেন বাদ না পড়েন' শীর্ষক বাজেট পরবর্তী ওয়েবিনারে যে দিশা নির্দেশ দিয়েছিলেন, তার সঙ্গে সঙ্গতি রেখেই জলশক্তি মন্ত্রী উত্তর পূর্বের রাজ্যগুলির জন্য ভবিষ্যৎ রূপরেখা স্থির করবেন। শ্রী মোদী ওই ওয়েবিনারে বলেছিলেন, একটি সুস্পষ্ট রূপরেখা তৈরি করতে হবে যাতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি নির্দিষ্ট সময়সীমার মধ্যে লক্ষ্য পূরণ করতে পারে। এজন্য তিনি উত্তর পূর্বের সীমান্তবর্তী রাজ্য, পার্বত্য এলাকা ও উন্নয়নে আগ্রহী জেলাগুলির প্রতি অগ্রাধিকার দেওয়ার কথা বলেছিলেন। উত্তর পূর্বের সীমান্ত লাগোয়া অঞ্চলগুলিতে কঠোর ভূপ্রকৃতি, প্রবল বৃষ্টি ও তুষারপাতজনিত কারণে জল জীবন মিশনের অগ্রগতির ওপর বিরূপ প্রভাব পড়ে। জনস্বাস্থ্য এবং গ্রামাঞ্চলের মানুষের কল্যাণে অঙ্গীকারের ওপর পুনরায় জোর দিয়ে ২০২২-২৩-এর কেন্দ্রীয় বাজেটে জল জীবন মিশন খাতে বরাদ্দের পরিমাণ ২০২১-২২-এ ৪৫ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে ৬০ হাজার কোটি টাকা করা হয়েছে। এমনকি, এবারের বাজেটে স্বচ্ছ ভারত মিশন - গ্রামীণ কর্মসূচির জন্য বরাদ্দের পরিমাণ ৭ হাজার ১৯২ কোটি টাকা করা হয়েছে।
'হর ঘর জল' ভারত সরকারের একটি ফ্ল্যাগশিপ কর্মসূচি। ২০২৪ সালের মধ্যে দেশে প্রতিটি গ্রামীণ পরিবারে পাইপবাহিত জল সংযোগ পৌঁছে দেওয়ার উদ্দেশ্য নিয়ে এই কর্মসূচি রূপায়িত হচ্ছে। উত্তর পূর্বের মণিপুর, মেঘালয় ও সিকিম চলতি বছরের মধ্যেই প্রতিটি গ্রামীণ পরিবারে পাইপবাহিত জল সংযোগ পৌঁছে দেওয়ার লক্ষ্য স্থির করেছে। অরুণাচল প্রদেশ, মিজোরাম, ত্রিপুরা ও নাগাল্যান্ড ২০২৩-এর মধ্যে লক্ষ্য পূরণের পথে অগ্রসর হচ্ছে। আসাম ২০২৪-এর মধ্যে প্রতিটি গ্রামীণ পরিবারে পাইপবাহিত জল সংযোগ পৌঁছে দেওয়ার লক্ষ্য স্থির করেছে।
স্বচ্ছ ভারত মিশন - গ্রামীণ কর্মসূচি জলশক্তি মন্ত্রক রূপায়ণ করছে। দেশের সমস্ত রাজ্য ২০১৯-এর দোসরা অক্টোবর প্রকাশ্য স্থানে শৌচকর্ম বর্জনের লক্ষ্য পূরণ করেছে। স্বচ্ছ ভারত মিশন - গ্রামীণ কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে প্রকাশ্য স্থানে মলমূত্র বর্জনের ক্ষেত্রে যে সাফল্য অর্জিত হয়েছে, তা বজায় রাখার পাশাপাশি ২০২৪-২৫-এর মধ্যে সমস্ত গ্রামে কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনার লক্ষ্যে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
২০১৯-এর ১৫ আগস্ট জল জীবন মিশন কর্মসূচি ঘোষণার সময় থেকে দেশে লক্ষ্যণীয় অগ্রগতি হয়েছে। এখনও পর্যন্ত ৯ কোটির বেশি গ্রামীণ পরিবারে পাইপবাহিত জল সংযোগ পৌঁছে গেছে। কোভিড-১৯ মহামারীজনিত বাধাবিপত্তি ও লকডাউন সত্বেও দেশের ১০০টির বেশি জেলা 'হর ঘর জল' জেলা হয়েছে উঠেছে।
CG/BD/AS/
(Release ID: 1801652)
Visitor Counter : 181