সড়কপরিবহণওমহাসড়কমন্ত্রক
azadi ka amrit mahotsav

বড় যান এবং ট্রেলারে দ্বি-চক্রযান বহনের জন্য তিনটি ডেক থাকার ক্ষেত্রে নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে

Posted On: 27 FEB 2022 10:37AM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৭ ফেব্রুয়ারি, ২০২২
 
কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের পক্ষ থেকে এ মাসের ২৫ শে ফেব্রুয়ারি একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে কেন্দ্রীয় মোটর পরিবহন আইন ১৯৮৯ এর ৯৩ নম্বর ধারা সংশোধন করা হয়েছে। যেখানে বলা হয়েছে যে দ্বি-চক্রযান অর্থাৎ মোটরসাইকেল বা স্কুটি বহনের ক্ষেত্রে  বড় যান বা রিজিড ভেডহিকেল এবং ট্রেলারে সর্বাধিক তিনটি ডেক রাখা যেতে পারে। তবে এই ডেক চালকের কেবিনের উপর থাকবে না।
 
নতুন এই বিজ্ঞপ্তির ফলে এই ধরনের যানবাহনে দ্বি-চক্রযান বহনের ক্ষমতা ৪০ থেকে ৫০ শতাংশ বাড়বে বলে আশা করা হচ্ছে।
 
CG/ SB

(Release ID: 1801649) Visitor Counter : 183