স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতে কোভিড-১৯ টিকাকরণ ১৭৬ কোটি ৫২ লক্ষ ছাড়িয়েছে


দেশে গত ২৪ ঘণ্টায় ৩০ লক্ষ ৪৯ হাজারেরও বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে

জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.৪৬ শতাংশ

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ১৪৮

এই মুহূর্তে করোনায় চিকিৎসাধীনের সংখ্যা ১ লক্ষ ৪৮ হাজার ৩৫৯

সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার ১.৬ শতাংশ

Posted On: 24 FEB 2022 9:37AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৪ ফেব্রুয়ারি, ২০২২

 

ভারতে এ পর্যন্ত ১,৭৬,৫২,৩১,৩৮৫টি টিকার ডোজ দেওয়া হয়েছে। গতকাল টিকা দেওয়া হয়েছে ৩০,৪৯,৯৮৮ জনকে।      

স্বাস্থ্য কর্মীদের মধ্যে ১,০৪,০১,১৩১ জন টিকার প্রথম ডোজ, ৯৯,৬০,৫৩৭ জন টিকার দ্বিতীয় ডোজ এবং ৪১,১৩,৪৮০ জন সতর্কতামূলক ডোজ পেয়েছেন। প্রথম সারির করোনা যোদ্ধাদের মধ্যে ১,৮৪,০৮,৭২৪ জন প্রথম ডোজ, ১,৭৪,৩০,৩৭৫ জন দ্বিতীয় ডোজ এবং ৬০,৯২,৫৬৯ জন সতর্কতামূলক ডোজ পেয়েছেন। ১৫-১৮ বছর বয়সীদের মধ্যে প্রথম ডোজ পেয়েছে ৫,৪২,৬৩,৪৯০ জন এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ২,৪৭,৪৮,৭৪৪ জন। ১৮-৪৪ বছর নাগরিকদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ৫৫,১০,৯৭,৬০৯ জন এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৪৩,৯৯,৯৩,৯৬৩ জন। ৪৫-৫৯ বছর বয়সী নাগরিকদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ২০,২১,৫৭,৬৬৯ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ১৭,৯২,৩৪,৮৫৬ জন। যাঁদের বয়স ৬০-এর ওপরে তাঁদের মধ্যে ১২,৬৩,১৩,৭০৯ জন প্রথম ডোজ, ১১,১৬,৫৩,৮৪৯ জন দ্বিতীয় ডোজ এবং ৯৩,৬০,৬৮০ জন সতর্কতামূলক ডোজ পেয়েছেন। এ পর্যন্ত দেশে মোট ১,৯৫,৬৬,৭২৯টি সতর্কতামূলক ডোজ দেওয়া হয়েছে।      

কোভিড-১৯ সংক্রমণ থেকে আরোগ্য লাভের হার ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় ৩০ হাজার ৯ জন কোভিড মুক্ত হয়েছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে ৪ কোটি ২২ লক্ষ ১৯ হাজার ৮৯৬ জন সুস্থ হয়ে উঠেছেন। জাতীয় আরোগ্য লাভের হার ৯৮.৪৬ শতাংশ।

ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ১৪ হাজার ১৪৮ জন। বর্তমানে ১ লক্ষ ৪৮ হাজার ৩৫৯ জন চিকিৎসাধীন। দেশে মোট সংক্রমিতের মাত্র ০.৩৫ শতাংশ চিকিৎসাধীন।

দেশ জুড়ে নমুনা পরীক্ষার পরিমাণ বৃদ্ধি করা হচ্ছে। গত ২৪ ঘন্টায় ১১ লক্ষ ৫৫ হাজার ১৪৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত দেশে ৭৬ কোটি ৩৫ লক্ষ ৬৯ হাজার ১৬৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। 

ভারতে নমুনা পরীক্ষা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে সাপ্তাহিক সংক্রমণের হার ১.৬ শতাংশ এবং দৈনিক সংক্রমণের হার ১.২২ শতাংশ।

 

CG/CB/SB


(Release ID: 1800813) Visitor Counter : 167