মানবসম্পদবিকাশমন্ত্রক

শিক্ষা মন্ত্রকের পক্ষ থেকে ডিজিটাল বিশ্ববিদ্যালয় নিয়ে ওয়েবিনারে চিন্তন শিবির : সকলের জন্য বিশ্বমানের উচ্চশিক্ষার সুযোগ-সুবিধা সুলভ করা

Posted On: 22 FEB 2022 4:10PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২২ ফেব্রুয়ারি, ২০২২

 

২০২২-এর কেন্দ্রীয় বাজেটে শিক্ষা ও দক্ষতা ক্ষেত্রের জন্য যে সমস্ত ঘোষণা করা হয়েছে তাতে শিক্ষা ও দক্ষতার সুযোগ-সুবিধার সম্প্রসারণ, গুণগতমানের শিক্ষার বিকাশ, দক্ষতা বৃদ্ধি এবং ডিজিটাল শিক্ষা ব্যবস্থার প্রসারে গুরুত্ব দেওয়া হয়েছে। এই লক্ষ্যে বাজেট ঘোষণাগুলির কার্যকর রূপায়ণ নিয়ে শিক্ষা ও দক্ষতা উন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে এক চিন্তন শিবিরের আয়োজন করা হয়। এই চিন্তন শিবিরে ডিজিটাল শিক্ষা ও দক্ষতার ক্ষেত্রে পারদর্শিতার অমৃত মন্ত্রের মাধ্যমে আত্মনির্ভর হয়ে ওঠার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। ওয়েবিনারের অঙ্গ হিসেবে সোমবার ‘ডিজিটাল বিশ্ববিদ্যালয় : বিশ্বমানের উচ্চশিক্ষার সুযোগ-সুবিধা সকলের কাছে সুলভ করা’ শীর্ষক এক সভার আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এই ওয়েবিনারের সূচনা করেন। ওয়েবিনারে শিক্ষাবিদ, সরকারি আধিকারিক ও শিল্পক্ষেত্রের বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। ‘ডিজিটাল বিশ্ববিদ্যালয় : বিশ্বমানের উচ্চশিক্ষার সুযোগ-সুবিধা সকলের কাছে সুলভ করা’ শীর্ষক সভায় পৌরোহিত্য করেন উচ্চশিক্ষা দপ্তরের সচিব শ্রী কে.সঞ্জয় মূর্তি। এছাড়াও, টেলিযোগাযোগ দপ্তরের সচিব শ্রী কে.রাজারমন সহ আইআইটি মাদ্রাজের অধিকর্তা অধ্যাপক ভি.কামাকোটি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এম.জগদেশ কুমার প্রমুখ সভায় বক্তব্য রাখেন।

ডিজিটাল বিশ্ববিদ্যালয় গড়ে তোলা সহ সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে এক সর্বাঙ্গীণ প্রযুক্তি-শিক্ষার অনুকূল পরিবেশ গড়ে তোলা, ডিজিটাল প্ল্যাটফর্ম, প্রাসঙ্গিক বিষয়সূচি প্রণয়ন, প্রশিক্ষণের জন্য এক উপযুক্ত কাঠামো গঠন, ভার্চ্যুয়াল ল্যাব এবং ডিজিটাল পদ্ধতিতে শিক্ষণ পদ্ধতির মূল্যায়ন নিয়ে বিশদে আলোচনা হয়। সভার আলোচকরা বিবিধ ভাষায় শিক্ষা, উপযুক্ত শিক্ষণ পদ্ধতি, শিক্ষণ অভিজ্ঞতার প্রয়োগ এবং উপযুক্ত শিক্ষার পরিবেশ গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। 

ডিজিটাল এই বিশ্ববিদ্যালয় শিক্ষা ব্যবস্থার বিভিন্ন ক্ষেত্র যেমন অধ্যাপক-অধ্যাপিকাদের শিক্ষণ পদ্ধতির মানোন্নয়ন, কর্মসংস্থানের উপযোগী দক্ষতা বৃদ্ধি, স্থানীয় ভাষায় শিক্ষার বিষয়সূচি প্রণয়ন প্রভৃতি ক্ষেত্রে বর্তমান ফারাকগুলি দূর করবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এই ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষক হিসেবে কাজ করবে এবং ডিজিটাল শিক্ষা ব্যবস্থায় ভবিষ্যৎমুখী শিক্ষণ পদ্ধতির উন্নতি সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ দেবে। তবে, কমিশন এই বিশ্ববিদ্যালয় পরিচালনায় নজরদারির কাজে থাকবে না। 

ভারতের বর্তমান শিক্ষা ব্যবস্থায় এবং প্রযুক্তি-শিক্ষার ক্ষেত্রে ব্যাপক সুযোগ তৈরি হয়েছে। সেই অনুসারে, ডিজিটাল বিশ্ববিদ্যালয় গড়ে তোলার প্রয়াস সরকারের বিভিন্ন উদ্যোগ যেমন ভারত নেট, জাতীয় ডিজিটাল গ্রন্থাগার, ন্যাশনাল অ্যাকাডেমিক ডিপোজিটরি, অ্যাকাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট, স্বয়ম, জাতীয় ডিজিটাল শিক্ষা কাঠামো এবং ন্যাশনাল এডুকেশন টেকনলজি ফোরাম-এর মতো কর্মসূচিগুলিকে এক ছাতার তলায় নিয়ে আসতে সাহায্য করবে।

ডিজিটাল এই বিশ্ববিদ্যালয়ের বিস্তারিত রূপরেখা ও রূপায়ণ পরিকল্পনা যেমন নিয়ন্ত্রণমূলক কাঠামো, অ্যাকাডেমিক লিডারশিপ, শিক্ষকমণ্ডলীর জন্য উপযুক্ত প্রশিক্ষণের মতো বিষয়গুলি নিয়ে যথা সময়ে পদক্ষেপ গ্রহণ করা হবে। 

 

CG/BD/DM/



(Release ID: 1800346) Visitor Counter : 127