রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

মহাসাগরীয় অঞ্চলে সহযোগিতামূলক পদক্ষেপগুলি ধারাবাহিকভাবে বজায় রাখার ক্ষেত্রে ভারত সকলের জন্য নিরাপত্তা এবং বৃদ্ধিতে বিশ্বাস করে: রাষ্ট্রপতি কোবিন্দ


রাষ্ট্রপতি আজ বিশাখাপত্তনমে ফ্লিট রিভিউ-২০২২ পরিদর্শন করেন

Posted On: 21 FEB 2022 2:19PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২১ ফেব্রুয়ারি, ২০২২

 

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেছেন, মহাসাগরীয় অঞ্চলে সহযোগিতামূলক পদক্ষেপগুলি ধারাবাহিকভাবে বজায় রাখার ক্ষেত্রে ভারত সকলের জন্য নিরাপত্তা এবং বৃদ্ধিতে বিশ্বাস করে।

রাষ্ট্রপতি আজ অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে প্রেসিডেন্সিয়াল ফ্লিট রিভিউ-২০২২-পরিদর্শন করে তাঁর বক্তব্য পেশ করেন।

রাষ্ট্রপতি বলেন, বিশ্ব বাণিজ্যের একটা বড় অংশ ভারত মহাসাগর অঞ্চল দিয়ে প্রবাহিত হয়। দেশের বাণিজ্য ও জ্বালানি চাহিদার একটি উল্লেখযোগ্য অংশ সমুদ্রের মাধ্যমে মেটানো হয়। সমুদ্র অঞ্চলের নিরাপত্তা তাই একটি গুরুত্বপূর্ণ বিষয়। ভারতীয় নৌবাহিনীর অবিরাম নজরদারি ও অক্লান্ত প্রচেষ্টার ফলে নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত সফল হয়েছে।

রাষ্ট্রপতি উল্লেখ করেন যে, করোনা অতিমারি চলাকালীন ভারতীয় নৌ-বাহিনী 'মিশন সাগর' এবং 'সমুদ্র সেতু'- র মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে আটকে পড়া ভারতীয় নাগরিক এবং বিদেশী নাগরিকদের ওষুধ সরবরাহ করে বন্ধুত্বপূর্ণ দেশগুলির মধ্যে সহায়তা প্রদান করেছে। সংকটের সময়ে ভারতীয় নৌবাহিনীর তাৎক্ষণিক এবং কার্যকর মোতায়েনের ফলে  মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার হয়েছে।

রাষ্ট্রপতি বিশাখাপত্তনমের ঐতিহাসিক গুরুত্বের কথা উল্লেখ করেন। যা ভাইজাক নামে পরিচিত। তিনি বলেন যে এটি বহু শতাব্দী ধরে একটি গুরুত্বপূর্ণ বন্দর হয়ে রয়েছে। ভারতীয় নৌবাহিনী ইস্টার্ন নেভাল কমান্ডের সদরদপ্তর এই ভাইজাক। রাষ্ট্রপতি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভাইজাক গৌরবময় অবদান রেখেছিল। এ প্রসঙ্গে তিনি তৎকালীন পূর্বপাকিস্তানের নৌ অবরোধে ইস্টার্ন নেভাল কমান্ডের বীরত্বপূর্ণ পদক্ষেপ এবং পাকিস্তানের সাবমেরিন 'গাজী'-র ডুবে যাওয়ার কথা স্মরণ করেন। তিনি বলেন, ১৯৭১ সালের যুদ্ধে ভারতের ইতিহাসের অন্যতম একটি জোরালো বিষয়গুলির একটি হচ্ছে এই ঘটনা।

ভারতীয় নৌবাহিনী ক্রমান্বয়ে আত্মনির্ভরশীল হয়ে উঠেছে এবং মেক ইন ইন্ডিয়া উদ্যোগের অগ্রভাগে রয়েছে বলে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন যে, সারাদেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি জাহাজ নির্মাণকারী সংস্থা বেশ কয়েকটি যুদ্ধজাহাজ ও সাবমেরিন তৈরি করেছে যার ৭০ শতাংশই দেশীয়।

তিনি বলেন যে, এটা অত্যন্ত গর্বের বিষয় যে ভারত পারমাণবিক সাবমেরিন তৈরি করেছে। শীঘ্রই আমাদের দেশীয়ভাবে তৈরি বিমানবাহী রণতরী 'বিক্রম' পরিষেবাতে অংশ দেবে। রাষ্ট্রপতি উল্লেখ করেন যে, দেশীয় নৌ জাহাজ নির্মাণ ক্ষমতা আত্মনির্ভর ভারত নির্মাণের একটি অবদান।

করোনা অতিমারির সমস্ত চ্যালেঞ্জ ও বিধিনিষেধকে অতিক্রম করে প্রেসিডেন্সিয়াল ফ্লিট করার জন্য রাষ্ট্রপতি নৌ বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন। বাহিনীর সর্বোচ্চ কমান্ডার হিসেবে তাঁর কাছে এটি একটি স্মরণীয় মুহূর্ত বলে তিনি উল্লেখ করেন।

 

CG/ SB


(Release ID: 1800179) Visitor Counter : 205