ইস্পাতমন্ত্রক
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী শ্রী রাম চন্দ্র প্রসাদ সিং কেআইওসিএল-এর কোক ওভেন প্ল্যান্টের শিলান্যাস করেছেন

Posted On: 20 FEB 2022 4:53PM by PIB Kolkata
নতুন দিল্লি,  ২০ ফেব্রুয়ারি, ২০২২
 
কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী শ্রী রাম চন্দ্র প্রসাদ সিং আজ মেঙ্গালোরের পানাম্বুরে কুদ্রেমুখ লৌহ আকরিক কোম্পানি লিমিটেড (কেআইওসিএল)-এর কোক ওভেন প্ল্যান্টের শিলান্যাস করেছেন। প্রস্তাবিত এই প্ল্যান্টটি স্থাপনে খরচ ধরা হয়েছে ৮৩৬ কোটি ৯০ লক্ষ টাকা। এই প্ল্যান্টের সঙ্গে ব্লাস্ট ফার্নেস ইউনিটের যোগসূত্র গড়ে উঠবে। এরফলে, প্ল্যান্টে বার্ষিক ২ লক্ষ টন ডাকটাইল আয়রন স্পুন এবং বার্ষিক ১.৮০ লক্ষ টন কোক ওভেন  উৎপাদন সম্ভব হবে। এই প্ল্যান্টটির নির্মাণ কাজ শেষ হয়ে সময় লাগবে ২৪ মাস। 
 
কেআইওসিএল-এর চেয়ারম্যান তথা ম্যানেজিং ডায়রেক্টর শ্রী টি স্বামীনাথন বলেছেন, ইস্পাত মন্ত্রকের পৃষ্ঠপোষকতা ও সহায়তায় মিনি রত্ন মর্যাদা প্রাপ্ত রাষ্ট্রায়ত্ত্ব এই সংস্থাটি তার হীত গৌরব ফিরে পাবে এবং খনন সহ ইস্পাত উৎপাদন শিল্পে তার দক্ষতা আরও একবার প্রমাণ করবে। 
 
এই শিলান্যাস অনুষ্ঠানে কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রকের যুগ্ম সচিব শ্রী টি শ্রীনিবাস, কেআইওসিএল-এর ডায়রেক্টর (অর্থ বিষয়ক) শ্রী এস কে গরাই, সংস্থার উৎপাদন বিষয়ক ডায়রেক্টর শ্রী কে ভি ভাস্কর রেড্ডি সহ উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। 
 
ইস্পাত মন্ত্রী শ্রী সিং আগামীকাল কুদ্রেমুখ লৌহ আকরিক সংস্থার পক্ষ থেকে লাক্য বাঁধ সংলগ্ন এলাকায় যে বনায়ণের কাজ চলছে তা পরিদর্শন করবেন। 
 
CG/BD/AS/

(Release ID: 1799886) Visitor Counter : 168