মানবসম্পদবিকাশমন্ত্রক
azadi ka amrit mahotsav

২০২২ কেন্দ্রীয় বাজেট ঘোষণার রূপায়ণ নিয়ে ওয়েবিনারে চিন্তন শিবির আয়োজন করবে শিক্ষা মন্ত্রক


প্রধানমন্ত্রী শিবিরের পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেবেন

प्रविष्टि तिथि: 20 FEB 2022 10:59AM by PIB Kolkata
নতুন দিল্লি,  ২০ ফেব্রুয়ারি, ২০২২
 
বাজেট ঘোষণার দ্রুত ও কার্যকর রূপায়ণ নিয়ে কেন্দ্রীয় সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে একগুচ্ছ ওয়েবিনার আয়োজন করছে। এই ওয়েবিনারগুলিতে সরকারি ও বেসরকারি ক্ষেত্রের বিশেষজ্ঞ, শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্প সংস্থার প্রতিনিধিরা বিভিন্ন চিন্তন শিবিরে অংশ নিয়ে কিভাবে বাজেট ঘোষণার কার্যকর রূপায়ণ করা সম্ভব সে সম্পর্কে আলোচনা করবেন। 
 
এই ওয়েবিনারের অঙ্গ হিসেবে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক আগামীকাল শিক্ষা ও দক্ষতা সম্পর্কে একটি চিন্তন শিবির আয়োজন করেছে। এই শিবিরে বিভিন্ন মন্ত্রক ও রাজ্য সরকারগুলির আধিকারিকদের পাশাপাশি শিল্প সংস্থার প্রতিনিধি, দক্ষতা উন্নয়ন মূলক প্রতিষ্ঠান, শিক্ষাবিদ, ছাত্র-ছাত্রী ও পড়ুয়ারাও অংশ নেবেন। 
 
শিক্ষা মন্ত্রকের এই চিন্তন শিবেরে আলোচ্য বিষয়গুলির মধ্যে রয়েছে - ডিজিটাল বিশ্ববিদ্যালয় এবং সকলের জন্য বিশ্ব মানের উচ্চ শিক্ষার অবাধ সুযোগ। গুণগত মানের ই-পাঠ্যক্রম প্রণয়ন এবং ভার্চুয়াল ল্যাব গড়ে তুলতে ডিজিটাল টিচার। ওয়ান ক্লাস ওয়ান চ্যানেলের আরও প্রসার। নগরোন্নয়ন ও পরিকল্পনা নিয়ে ভারত কেন্দ্রিক জ্ঞানের প্রসার। গিফ্ট সিটিতে শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা প্রভৃতি। 
 
প্রধানমন্ত্রী এই ওয়েবিনারের পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেবেন। উক্ত মূল ভাবনাগুলি নিয়ে সাতটি পৃথক আলোচনাসভার আয়োজন করা হচ্ছে। 
 
CG/BD/AS/

(रिलीज़ आईडी: 1799879) आगंतुक पटल : 173
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi , Tamil , Telugu , Kannada