ক্রেতা, খাদ্যএবংগণবন্টনমন্ত্রক

ভারতীয় মানক ব্যুরো ‘জলজ প্রাণীর খাদ্যের ক্ষেত্রে ভারতীয় গুণমান’ বিষয়ের উপর একটি ওয়েবিনার আয়োজন করেছে

Posted On: 18 FEB 2022 12:48PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৮ ফেব্রুয়ারি, ২০২২

 

ভারতীয় মানক ব্যুরো (বিআইএস) বৃহস্পতিবার (১৭ই ফেব্রুয়ারি) ‘জলজ প্রাণীর খাদ্যের ক্ষেত্রে ভারতীয় গুণমান’ বিষয়ের উপর একটি সচেতনতামূলক ওয়েবিনারের আয়োজন করেছে। শিল্প এবং সরকারি মৎস্য বিভাগ থেকে ১০০ জনেরও বেশি ব্যক্তি এতে যোগ দেন। অনুষ্ঠানে মাছের খাদ্যের বিষয়ে বর্তমান ভারতীয় মানদণ্ডের নানান তথ্য ভাগ করে নেওয়া হয়। ভারতীয় মানক ব্যুরো এই অনুষ্ঠানে জলজ প্রাণীর খাদ্যের জন্য চারটি ভারতীয় গুণমানের বিষয় প্রকাশ করেছে। দেশে যেহেতু জলজ চাষের দ্রুত অগ্রগতি হচ্ছে, তাই সরকার এই ক্ষেত্রে নতুন নতুন উদ্যোগ/ প্রকল্প চালু করেছে। এই মানদণ্ড বাস্তবায়িত হলে জলজ প্রাণীর খাদ্যে সর্বোত্র মান বজায় থাকবে, ফলে জলজ উৎপাদনের গুণমান বৃদ্ধি পাবে। দেশে মাছের খাদ্যের মান নিয়ন্ত্রণের জন্য নির্দিষ্ট মানদণ্ড ব্যবহার করা যাবে।

 

CG/SS/SKD/



(Release ID: 1799358) Visitor Counter : 118