কৃষিমন্ত্রক

দুবাই এক্সপো ২০২০-তে ভারত কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ ক্ষেত্রে মূলধন যোগানোর জন্য স্টার্টআপ ও কৃষক উৎপাদক সংগঠনগুলিকে আহ্বান জানিয়েছে

Posted On: 18 FEB 2022 1:49PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৮ ফেব্রুয়ারি, ২০২২

 

দুবাই এক্সপো ২০২০-তে কৃষি ও সহযোগী ক্ষেত্রে বিনিয়োগ-বান্ধব নীতি এবং অগ্রগতির সুযোগ-সুবিধা তুলে ধরতে ভারতের প্রয়াসের অঙ্গ হিসাবে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের অতিরিক্ত সচিব ডঃ অভিলক্ষ লিখি স্টার্টআপ এবং কৃষক উৎপাদক সংগঠনগুলিকে কৃষি ক্ষেত্রের সার্বিক বিকাশে তাদের প্রস্তাব জমা দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। স্টার্টআপ ও কৃষক উৎপাদক সংগঠনগুলিকে আশ্বস্ত করে তিনি বলেছেন, তাদের সরকারের পক্ষ থেকে ইক্যুইটি অনুদান সহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে। দুবাই এক্সপো ২০২০-তে ভারতীয় প্যাভিলিয়নে  খাদ্য, কৃষি ও জীবন-জীবিকা সম্পর্কিত কর্মসূচির সূচনা করে ডঃ লিখি ভাষণ দিচ্ছিলেন। এই উপলক্ষে মন্ত্রকের যুগ্মসচিব শ্রীমতী শুভা ঠাকুর সহ  উচ্চ পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।

পাক্ষিক এই কর্মসূচির অঙ্গ হিসাবে একাধিক আলোচনাসভার আয়োজন করা হয়েছে। এই আলোচনাসভায় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক, মৎস্যচাষ দপ্তর, গবাদি পশু পালন দপ্তর ও সমবায় মন্ত্রকের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। এছাড়াও, বাজরা, খাদ্য প্রক্রিয়াকরণ, উদ্যান পালন, ডেয়ারি ও মৎস্যচাষ, জৈব কৃষি কাজ সহ এই ক্ষেত্রগুলিতে লগ্নির সুযোগ-সুবিধা নিয়েও আলোচনাসভার আয়োজন করা হয়েছে।

ডঃ লিখি বলেন, এ ধরনের প্রদর্শনীতে অংশগ্রহণের উদ্দেশ্যই হ’ল ক্ষুদ্র ও প্রান্তিক চাষী, যাঁদের আর্থিক অনুদান, উন্নত প্রযুক্তি প্রভৃতির প্রয়োজন রয়েছে, তাঁদের বিভিন্নভাবে সাহায্য করে। অনুষ্ঠানে মন্ত্রকের যুগ্মসচিব শ্রীমতী শুভা ঠাকুর বলেন, ভারতীয় কৃষকরা যে ফসল উৎপাদন করেন, তা কেবল দেশের জন্যই নয়, বরং সমগ্র বিশ্বকে খাদ্য নিরাপত্তা যোগায়। 

উল্লেখ করা যেতে পারে, কৃষি ও সহযোগী ক্ষেত্র ভারতীয় অর্থ ব্যবস্থার মূল ভিত্তি। দেশ থেকে মোট রপ্তানির ১৯ শতাংশ কৃষিজ সামগ্রী। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে গত বুধবার প্রকাশিত দ্বিতীয় আগাম হিসেব অনুযায়ী, ২০২১-২২ এ রেকর্ড ৩১৬.০৬ মিলিয়ন টন খাদ্যশস্য উৎপাদিত হবে বলে অনুমান করা হয়েছে। 

 

CG/BD/SB



(Release ID: 1799325) Visitor Counter : 110