বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক
azadi ka amrit mahotsav

স্বামীত্ব প্রকল্পের আওতায় ৬ লক্ষ গ্রামের ম্যাপিং ও ১০০টি শহরের জন্য প্যান-ইন্ডিয়া থ্রিডি ম্যাপ নেওয়া হবে, যা আগামী দিনে দেশের জন্য একটি গেম চেঞ্জার : ডাঃ জিতেন্দ্র সিং

Posted On: 15 FEB 2022 4:48PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৫ ফেব্রুয়ারি, ২০২২

 

কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি, ভূবিজ্ঞান মন্ত্রকের স্বাধীন দায়িত্ব প্রাপ্ত, প্রধানমন্ত্রীর দপ্তর, কর্মীবর্গ, গণ অভিযোগ, পেনশন, আনবিক শক্তি ও মহাকাশ দপ্তরের প্রতিমন্ত্রী ডাঃ জিতেন্দ্র সিং আজ জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের স্বামীত্ব প্রকল্পের আওতায় ড্রোন সহ ভূ-স্থানিক প্রযুক্তির সাহায্যে ৬ লক্ষেরও বেশি গ্রামে সমীক্ষার কাজ চালানো হবে। এই একই সময়ে ১০০টি শহরের জন্য প্যান-ইন্ডিয়া থ্রিডি মানচিত্র প্রস্তুত করা হবে, যা আগামী দিনে দেশের জন্য এক গেম-চেঞ্জার হয়ে উঠবে বলে জানান তিনি।

ভূ-স্থানিক তথ্য প্রকাশের প্রথম বার্ষিকী স্মরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত কেন্দ্রীয় মন্ত্রী জানান, এই ভূ-স্থানিক প্রযুক্তি, ড্রোন নীতি এবং আনলকড স্পেস সেক্টর দেশের ভবিষ্যতের অর্থনৈতিক অগ্রগতির দিশারী। তিনি জানান, মিশন মোডে এই প্রকল্প গ্রহণ করা হয়েছে। শীঘ্রই ভূ-স্থানিক নীতি ঘোষণা করা হবে বলেও জানান তিনি। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, স্বামীত্ব প্রকল্পের আওতায় ৬ লক্ষ গ্রামে মানচিত্র তৈরি করার জন্য সার্ভে অফ ইন্ডিয়া কাজ চালাবে। এর সঙ্গে ডিজিটাল প্রযুক্তির উপর ভিত্তি করে দেশের ১০০টি শহরে প্যান-ইন্ডিয়া থ্রিডি ম্যাপিং কর্মসূচি চালু করা হবে। দুর্যোগ মোকাবিলা, বিদ্যুতের ব্যবহার, জমির রেকর্ড, জল বন্টন, সম্পত্তি কর ইত্যাদি ক্ষেত্রে নানান সমস্যা সমাধানে এই উদ্যোগ বিশেষ কাজে লাগবে।

শ্রী সিং জানিয়েছেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহাকাশ ক্ষেত্র, পারমাণবিক শক্তি সহ একাধিক বিষয়ে সাহসী সিদ্ধান্ত গ্রহণ করেছেন। অতীদের ড্রোন নীতিতেও পরিবর্তন নিয়ে এসেছেন। এর ফলে আর্থিক বিকাশ এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী। ডাঃ জিতেন্দ্র সিং জানান, ভূ-স্থানিক প্রযুক্তি হলো দেশের ডিজিটাল মুদ্রা, যা পরিকাঠামো, উৎপাদন, স্বাস্থ্য, কৃষি, নগর উন্নয়ন, মহাসড়ক ও পরিষেবা ক্ষেত্রের মতো একাধিক বিষয়ে গতি নিয়ে আসবে। তিনি বলেন, ২০২৫ সালের মধ্যে ভারতে এই প্রযুক্তি রপ্তানির পরিমাণ ৩৬ হাজার ৩০০ কোটি টাকাতে পৌঁছবে। তিনি কেন্দ্রীয় সরকারের আত্মনির্ভর ভারত, মেক ইন ইন্ডিয়া ও ডিজিটাল ইন্ডিার মূল স্তম্ভের কথা তুলে ধরেন। তিনি বলেন, মহাকাশ, পারমাণবিক শক্তি, ড্রোন ইত্যাদি ক্ষেত্রে সরকার সাহসী সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর ফলে দেশে দক্ষতার বিকাশ যেমন ঘটেছে, তেমনই উদ্ভাবনী সমাধান ও নতুন পথ খুলে গেছে। এদিন অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের সচিব ডঃ এস চন্দ্রশেখর সহ অন্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

CG/SS/SKD/


(Release ID: 1798715) Visitor Counter : 159