নীতিআয়োগ
এক প্রেরণাদায়ক প্রস্তাব গ্রহণ করে ফিনটেক মাসের সূচনা
Posted On:
15 FEB 2022 4:00PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৫ ফেব্রুয়ারি, ২০২২
সৃজনশীল ধ্যানধারণা বিনিময়, পারস্পরিক সহযোগিতা ও উদ্ভাবনমূলক মানসিকতা গড়ে তুলতে ফিনটেক বা আর্থিক ক্ষেত্রের পেশাদার, উৎসাহী ব্যক্তি, স্টার্টআপ সমাজ ও আর্থিক ব্যবস্থার নিয়ন্ত্রকদের এক অভিন্ন মঞ্চে নিয়ে আসতে এ ধরনের প্রথম ফিনটেক ওপেন মান্থের সূচনা হয়েছে গত ৭ই ফেব্রুয়ারি। এক অতুলনীয় অভিজ্ঞতার সাক্ষী হতে ফিনটেক মান্থ উদ্যোগ গ্রহণের তিনটি উদ্দেশ্য রয়েছে। এগুলি হ’ল – আর্থিক প্রযুক্তি-নির্ভর শিল্প ক্ষেত্রের জন্য এক অবাধ অনুকূল পরিবেশ গড়ে তোলা; যৌথ উদ্ভাবন ও বিকাশে প্রসার ঘটানো; আর্থিক অন্তর্ভুক্তিকরণ সুনিশ্চিত করা এবং অ্যাকাউন্ট এগ্রিগেটরের মতো নতুন মডেলগুলিকে কাজে লাগানো।
ফিনটেক মাসের প্রথম সপ্তাহে বিভিন্ন বিষয়ে নিবিড় আলাপ-আলোচনার একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়। প্রথম দিন অর্থাৎ ৭ই ফেব্রুয়ারি কেন্দ্রীয় ইলেক্ট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব আর্থিক প্রযুক্তি-নির্ভর শিল্প সংস্থাগুলির গুরুত্বের কথা উল্লেখ করে উদ্বোধনী ভাষণে বলেন, সমাজের জন্য এক অর্থবহ সমাধানসূত্র খুঁজে বের করতে অবাধ ফিনটেক ব্যবস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান ডঃ রাজীব কুমার বলেন, ভারতে ডিজিটাইজেশনের প্রসার ঘটছে। এর সঙ্গে সাধারণ মানুষও আরও বেশি আর্থিক সুযোগ-সুবিধা গ্রহণ করছেন। পক্ষান্তরে, আর্থিক বিষয়ে গ্রাহকদের মানসিকতাতেও পরিবর্তন এসেছে।
প্রথম সপ্তাহের দ্বিতীয় দিন ক্রিড সংস্থার প্রতিষ্ঠাতা কুণাল শাহ এবং ফোন পে সংস্থার সিইও তথা প্রতিষ্ঠাতা শ্রী সমীর নিগম ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তৃতীয় দিন এক প্যানেল ডিসকাশনের আয়োজন হয়। বিষয় ছিল – বাজেট প্রতিক্রিয়া এবং ফিনটেক ক্ষেত্রের প্রয়োগ। এই বিষয়ে জিরোধা, রেজারপে সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিকরা এবারের বাজেটে এক অন্যতম আশ্চর্য প্রস্তাব হিসাবে ক্রিপ্টো কারেন্সিকে সরকারের স্বীকৃতিদানের কথা উল্লেখ করেন। তাঁরা বলেন, ভারত ডিজিটাল ক্ষেত্রে এক ঘুমন্ত বাজারের মতো। তাই, প্রযুক্তি ও উদ্ভাবন উভয় ক্ষেত্রের প্রসারে ব্যাপক সম্ভাবনা রয়েছে। চতুর্থ ও পঞ্চম দিনেও প্রযুক্তিকে কাজে লাগিয়ে এক সহস্রাধিক কোটি ভারতীয়র জন্য আর্থিক পরিষেবায় আরও উদারীকরণের বিভিন্ন দিক নিয়ে বিশেষজ্ঞরা আলোচনা করেন। আলোচকদের মধ্যে ছিলেন – এনপিসিআই সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিক দিলীপ আসবে, একস্টেপ ফাউন্ডেশনের অধিকর্তা ডঃ প্রমোদ ভার্মা, ফোন পে সংস্থার সহ-প্রতিষ্ঠাতা রাহুল ছেত্রী প্রমুখ। প্রথম সপ্তাহের কর্মসূচি সফলভাবে শেষ হওয়ার পর আগামীকাল অবাধ বিনিয়োগ নিয়ে একটি প্যানেল ডিসকাশনের আয়োজন করা হয়েছে। আগামী ১৮ তারিখ অবাধ বিমার সুবিধা নিয়েও অনুরূপ একটি আলোচনা হবে।
ফিনটেক ওপেন মান্থ সম্পর্কিত যে কোনও বিষয় সম্পর্কে আরও জানতে এই ওয়েবসাইটে ক্লিক করুন - https://cic.niti.gov.in/fintech-open-month.html
CG/BD/SB
(Release ID: 1798529)
Visitor Counter : 164