প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী আগামীকাল টেরি’র বিশ্ব ধারাবাহিক বিকাশ বিষয়ক শিখর সম্মেলনে উদ্বোধনী ভাষণ দেবেন

प्रविष्टि तिथि: 15 FEB 2022 11:32AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৫ ফেব্রুয়ারি, ২০২২

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামীকাল সন্ধ্যা ৬টা নাগাদ ভিডিও বার্তার মাধ্যমে দ্য এনার্জি অ্যান্ড রিসোর্সেস ইন্সটিটিউট (টেরি)-এর বিশ্বের ধারাবাহিক বিকাশ বিষয়ক শিখর সম্মেলনে উদ্বোধনী ভাষণ দেবেন। বিশ্বের স্থায়ী বিকাশ বিষয়ক শিখর সম্মেলন আয়োজন টেরির বার্ষিক কর্মসূচির মধ্যে একটি। এ বছর শিখর সম্মেলনের মূল ভাবনা - পরিস্থিতি অনুকূল গ্রহের লক্ষ্যে : এক স্থায়ী ও সামঞ্জস্যপূর্ণ ভবিষ্যৎ সুনিশ্চিত করা। সম্মেলনে জলবায়ু পরিবর্তন, শক্তি ক্ষেত্রে রূপান্তর, ধারাবাহিক উৎপাদন এবং সম্পদ সুরক্ষা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। 

তিন দিনের এই শিখর সম্মেলনে ডোমিনিকান প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি মিঃ ল্যুইস অবিন্দার, গায়ানা প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি ডঃ মহম্মদ ইরফান আলি, রাষ্ট্রসংঘের উপ-মহাসচিব মিসেস আমিনা জে মহম্মদ, বিভিন্ন আন্তঃসরকারি প্রতিষ্ঠানের প্রধান, এক ডজনেরও বেশি দেশের মন্ত্রী বা বিশেষ দূত এবং ১২০টিরও বেশি দেশের প্রতিনিধিরা যোগ দেবেন। 

 

CG/SS/SB


(रिलीज़ आईडी: 1798489) आगंतुक पटल : 241
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , Assamese , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Punjabi , Gujarati , Odia , Tamil , Telugu , Kannada