প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

কেনিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী রাইলা আমোলো ওডিঙ্গার সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

प्रविष्टि तिथि: 13 FEB 2022 10:42PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৩ ফেব্রুয়ারি, ২০২২
 
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কেনিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী মিঃ রাইলা আমোলো ওডিঙ্গার সঙ্গে সাক্ষাৎ করেন। 
 
এক ট্যুইটে প্রধানমন্ত্রী বলেছেন, “কেনিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী এবং আমার বন্ধু মিঃ রাইলা আমোলো ওডিঙ্গাকে স্বাগত জানিয়ে অত্যন্ত আনন্দিত। ভারত ও কেনিয়াতে তাঁর সঙ্গে আমার অতীত সাক্ষাতের কথা মনে পড়ছে। 
ভারত ও কেনিয়ার মধ্যে এক মজবুত দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে এবং আমরা এই সম্পর্ককে আরও শক্তিশালী করার প্রয়াসকে স্বাগত জানাই”।
 
CG/BD/SB

(रिलीज़ आईडी: 1798297) आगंतुक पटल : 144
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Tamil , Telugu , Kannada , Malayalam