আয়ুষ

কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল গুয়াহাটিতে সিএআরআই এবং রাজ্য আয়ুর্বেদ কলেজের তিনটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন

Posted On: 12 FEB 2022 6:39PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১২ ফেব্রুয়ারি, ২০২২
 
কেন্দ্রীয় আয়ুষ ও বন্দর, নৌ-পরিবহণ এবং জলপথ দপ্তরের মন্ত্রী শ্রী সর্বানন্দ সোনওয়াল আজ গুয়াহাটির বরসাজাইতে কেন্দ্রীয় আয়ুর্বেদ গবেষণা প্রতিষ্ঠান (সিএআরআই)-এর পঞ্চকর্ম ব্লক এবং জালুকবাড়িতে রাজ্য আয়ুর্বেদ কলেজের পঞ্চকর্ম উৎকর্ষতা কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এই ভবনগুলি নির্মাণে ব্যয় হবে ২০ কোটি টাকা। 
 
রাজ্য আয়ুর্বেদ কলেজে পঞ্চকর্মের জন্য একটি উৎকর্ষতা কেন্দ্র স্থাপন করা হবে। এমনকি রাজ্য আয়ুর্বেদিক ফার্মাসিকেও আয়ুষ মন্ত্রকের অন্তর্গত আয়ুষ স্বাস্থ্য যোজনার আওতায় উন্নতিসাধন করা হবে। এর জন্য ব্যয় হবে ১০ কোটি টাকা। 
 
সিএআরআই-এর পঞ্চকর্ম ব্লকে একটি জি+২ ভবন এবং ফার্মাকোলজি ও রসায়ন পরীক্ষাগারে একটি জি+৩ ভবন তৈরি করা হবে। এই দুটি ভবন নির্মাণে খরচ হবে ১০ কোটি টাকা। 
 
পঞ্চকর্মের নতুন ভবনে দক্ষতা উন্নয়নের জন্য বিশ্বমানের প্রশিক্ষণ পাঠ্যক্রমের ব্যবস্থা থাকবে। সিএআরআই-তে ফার্মাকোলজি ও রসায়ন ভবনে চিকিৎসার জন্য পরীক্ষামূলক পদ্ধতি, ওষুধের মানোন্নয়ন, যে কোনো ভেষজ উদ্ভিদের রায়াসনিক পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে। উত্তর-পূর্ব ভারতে এই প্রথম ধরণের সুবিধা মিলবে এখানে।
 
অনুষ্ঠানে সর্বানন্দ সোনওয়াল জানান, আয়ুর্বেদ হল শারীরিক ক্ষমতা বৃদ্ধি এবং মানসিক সুখের চালিকাশক্তি। আয়ুর্বেদের মাধ্যমে মানুষের স্বাস্থ্য ও সুস্থতাকে সমৃদ্ধ করে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে চিকিৎসা বিজ্ঞান সহ আয়ুর্বেদের জনপ্রিয়তা আরও বৃদ্ধি পাবেন বলেও উল্লেখ করেন তিনি। এদিন অনুষ্ঠানে আসাম সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, গুয়াহাটির কুইন ওজা লোকসভা কেন্দ্রের সাংসদ উপস্থিত ছিলেন।
 
CG/SS/SKD/


(Release ID: 1798046) Visitor Counter : 122