নীতিআয়োগ

অটল ইনোভেশন মিশন, নীতি আয়োগ ও ইউএনডিপি ইন্ডিয়া যৌথভাবে কম্যুনিটি ইনোভেটর ফেলোশিপের সূচনা করেছে

Posted On: 11 FEB 2022 3:51PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১১ ফেব্রুয়ারি, ২০২২

 

বিজ্ঞানে মহিলা ও নাবালিকাদের অংশগ্রহণের আন্তর্জাতিক দিবস উপলক্ষে ইনএনডিপি ইন্ডিয়ার সহযোগিতায় কম্যুনিটি ইনোভেটর ফেলোশিপ (সিআইএফ)-এর সূচনা হয়েছে। সম্প্রদায়গতভাবে বিভিন্ন সমস্যার সমাধানের মধ্য দিয়ে স্থিতিশীল উন্নয়নের লক্ষ্যে বিশেষ গুরুত্ব আরোপ করে এই ফেলোশিপের সূচনা হয়েছে। এর মাধ্যমে দেশের যুবসম্প্রদায় সামাজবদ্ধভাবে বিভিন্ন বিষয়ে উদ্ভাবন করতে উৎসাহিত হবে। এক বছরের এই কর্মসূচিতে উৎসাহী উদ্ভাবকরা অটল ইনোভেশন মিশনের যে কোনও একটি অটল কম্যুনিটি ইনোভেশন সেন্টারে (এসিআইসি) প্রশিক্ষণ পাবেন। এই কর্মসূচির অঙ্গ হিসাবে স্থিতিশীল উন্নয়নের বিষয়ে সচেতনতা, বাণিজ্য দক্ষতা ও জীবনের বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত দক্ষতাকে প্রশিক্ষণের পর কাজে লাগানো যাবে। এসিআইসি-র মধ্য দিয়ে এক বছর ধরে নির্দিষ্ট বিষয়ের বাণিজ্যিক প্রয়োগ নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এর ফলে, দেশের বিভিন্ন প্রান্তে নতুন শিল্পোদ্যোগের ভাবনা নিয়ে যুবসমাজ এগোতে পারবে ।  এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নীতি আয়োগের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক অমিতাভ কান্ত বলেন, যুবসম্প্রদায়ের মধ্যে উদ্ভাবনের মানসিকতা গড়ে তুলতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মধ্য দিয়ে সম্প্রদায়গতভাবে বিভিন্ন সমস্যার সমাধান করা যাবে। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান ডঃ রাজীব কুমার বলেন, এক বছরের এই ফেলোশিপের মাধ্যমে তরুণ উদ্ভাবকদের প্রয়োজনীয় পরিকাঠামো দেওয়া হবে। এর সাহায্যে তাঁরা শিল্প স্থাপনে উদ্যোগী হবেন। ইউএনডিপি-র  ভারতের রেসিডেন্ট রিপ্রেসেন্টিটিভ মিঃ শোকো নোডা জানান, স্থিতিশীল উদ্ভাবনী পরিবেশ গড়ে তোলার জন্য যুবসম্প্রদায়কে আহ্বান জানানো হচ্ছে। তাঁরা তাঁদের দক্ষতার মাধ্যমে বিভিন্ন সমস্যার সমাধান করবেন। সরকার সুশীল সমাজ এবং বেসরকারি সংস্থাগুলির সঙ্গে অটল ইনোভেশন মিশন ও ইউএনডিপি একযোগে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। নীতি আয়োগের অটল ইনোভেশন মিশনের মিশন ডায়রেক্টর ডঃ চিন্তন বৈষ্ণব বলেছেন, মূল্যবোধ, বিভিন্ন বিষয় নিয়ে ভাবনাচিন্তা করা এবং যাঁরা ভাবনাচিন্তা করবেন, তাঁদেরকে সাহায্য করা এই ফেলোশিপের উদ্দেশ্য। তরুণ উদ্ভাবকরা এর সাহায্যে এমন কিছু  জানতে পারবেন, যার ফলে তাঁরা নতুন নতুন বিষয় সম্পর্কে ধারণা পাবেন।   

স্থিতিশীল উন্নয়নের লক্ষ্যে এই ফেলোশিপের ব্যবস্থা করা হয়েছে। অটল কম্যুনিটি ইনোভেশন সেন্টার গঠন করে উদ্ভাবনের সংস্কৃতি গড়ে তোলা হবে। যার সাহায্যে, একটি সর্বাঙ্গীণ উদ্ভাবনমূলক পরিকাঠকামো তৈরি হবে। বর্তমানে দেশের ৯টি রাজ্যের ১২টি অটল কম্যুনিটি ইনোভেশন সেন্টার রয়েছে। আগামী দিনে এই সংখ্যা বৃদ্ধি করে ৫০টি করার পরিকল্পনা রয়েছে।

 

CG/CB/SB



(Release ID: 1798045) Visitor Counter : 163