কয়লামন্ত্রক

বিদ্যুৎ বহির্ভূত ক্ষেত্রের জন্য কোল ইন্ডিয়া লিমিটেডের কাছে পর্যাপ্ত মজুত রয়েছে; বর্তমানে দৈনিক কয়লা সরবরাহের পরিমাণ ৩.৪ লক্ষ টন

Posted On: 12 FEB 2022 12:58PM by PIB Kolkata
নতুন দিল্লি,  ১২ ফেব্রুয়ারি, ২০২২
 
বিদ্যুৎ বহির্ভূত ক্ষেত্রের জন্য কোল ইন্ডিয়া লিমিটেডের কাছে বর্তমানে পর্যাপ্ত পরিমাণে কয়লা মজুত রয়েছে। কোল ইন্ডিয়া লিমিটেড বর্তমানে বিদ্যুৎ বহির্ভূত ক্ষেত্রগুলিতে প্রায় ৩.৪ লক্ষ টন কয়লা সরবরাহ করছে। ইতিমধ্যেই কোল ইন্ডিয়া লিমিটেড ৩৭ মিলিয়ন টন কয়লা সরবরাহ করেছে এবং সরবরাহের পরিমাণ আরও বাড়ানোর লক্ষ্য স্থির করেছে। ২০২১-২২ অর্থবর্ষের এপ্রিল-জানুয়ারি সময়ে কোল ইন্ডিয়া ১০১.৭ মিলিয়ন টন কয়লা সরবরাহ করেছে যা ২০২০-২১ অর্থবর্ষে সরবরাহের পরিমাণ ৯৪ মিলিয়ন টনের তুলনায় ৮.২ শতাংশ বেশি। ২০২০-২১ অর্থবর্ষের এপ্রিল - জানুয়ারি সময়ে বিদ্যুৎ ক্ষেত্রে সরবরাহের তুলনায় বিদ্যুৎ বহির্ভূত ক্ষেত্রে অতিরিক্ত পরিমাণ কয়লা সরবরাহ করা হয়েছে। কোভিড মহামারীজনিত পরিস্থিতির ফলে বিদ্যুৎ বহির্ভূত ক্ষেত্রে কয়লার চাহিদা বৃদ্ধি পেয়েছে। সামগ্রিকভাবে ২০২১-২২ অর্থবর্ষে কোভিডজনিত বাধা-বিপত্তির ফলে কয়লা সংগ্রহের পরিমাণ বৃদ্ধি পায়। এছাড়াও বিদ্যুৎ বহির্ভূত ক্ষেত্রে গ্রাহক চাহিদা বৃদ্ধি পাওয়ায় কোল ইন্ডিয়ার ই-নিলামে কয়লা বিক্রির পরিমাণ বেড়েছে। আন্তর্জাতিক বাজারে ২০২২-২৩ অর্থবর্ষে কয়লার দাম বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। এর ফলে, আমদানি কমবে। পক্ষান্তরে কোল ইন্ডিয়ার উৎপাদন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। 
 
বিদ্যুৎ ক্ষেত্রে কোল ইন্ডিয়ার অগ্রাধিকারের পাশাপাশি চলতি অর্থবর্ষের জানুয়ারি পর্যন্ত বিদ্যুৎ বহির্ভূত ক্ষেত্রে ১০১.৭ মিলিয়ন টন কয়লা সরবরাহ করা হয়েছে। 
 
 
CG/BD/AS/


(Release ID: 1797932) Visitor Counter : 144