রেলমন্ত্রক
ভিস্তাডোম ট্রেনের অবস্থান
Posted On:
11 FEB 2022 2:44PM by PIB Kolkata
নয়াদিল্লী, ১১ ফেব্রুয়ারি, ২০২২
বর্তমানে রেলের বিভিন্ন আঞ্চলিক বিভাগে ভিস্তাডোম কামরা সহ ৪৫টি ট্রেন চলাচল করছে। এরমধ্যে সেন্ট্রাল রেলের অন্তর্গত মুম্বাই-পুনে এক্সপ্রেস, মুম্বাই-মাডগাঁও এক্সপ্রেস, ডেকান কুইন এক্সপ্রেস ; পূর্ব উপকূল রেলের আওতায় বিশাখাপত্তনম-কিরান্দুল এক্সপ্রেস ; উত্তরপূর্ব ফ্রন্টিয়ার রেলওয়ের আওতায় আলিপুরদুয়ার-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস, গুয়াহাটি-বদরপুর এক্সপ্রেস, তিনসুকিয়া-নাহারলাগুন এক্সপ্রেস, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ; পশ্চিমাঞ্চলীয় রেলের আওতায় আমেদাবাদ-কেভাডিয়া এক্সপ্রেস, মউ-পাতালপানি-কালাকুন্ডু এক্সপ্রেস, বিলিমোরা-ওয়াঘাই এক্সপ্রেস ; দক্ষিণ-পশ্চিম রেলের আওতায় যশবন্তপুর-ম্যাঙ্গালোর এক্সপ্রেস, যশবন্তপুর-গারওয়ার এক্সপ্রেস, যশবন্তপুর-শিবমোগ্গা এক্সপ্রেস ; উত্তর রেলের আওতায় কালকা-সিমলা এক্সপ্রেস এবং উত্তরপূর্ব রেলের আওতায় ময়লানি-বিচিয়া স্পেশাল ট্রেনগুলি চলছে।
প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য্যের ওপর ভিত্তি করে রুট নির্বাচন করা হয়। ভিস্তাডোম কোচের উপস্থিতি, ট্রেন ভ্রমণের সময় এবং যাত্রীদের চাহিদার মতো বিষয়গুলির ওপর ভিত্তি করে ভিস্তাডোম কোচ বরাদ্দ করা হয়।
রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে একথা জানিয়েছেন রেল, যোগাযোগ ও বৈদ্যুতিন এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব।
CG/SS/NS
(Release ID: 1797902)
Visitor Counter : 137