রাষ্ট্রপতিরসচিবালয়

রাষ্ট্রপতি মুম্বাই রাজভবনে নতুন দরবার হলের উদ্বোধন করেছেন

Posted On: 11 FEB 2022 1:54PM by PIB Kolkata

নয়াদিল্লী, ১১  ফেব্রুয়ারি, ২০২২

 

রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ আজ ১১ই ফেব্রুয়ারি মুম্বাই রাজভবনে নতুন দরবার হলের উদ্বোধন করেছেন। 

এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মহারাষ্ট্রের জনসাধারণ ও সরকারকে অভিনন্দন জানান। তিনি বলেন, মহারাষ্ট্রের মাটি ও মানুষের মধ্যে এমনকিছু রয়েছে যা অন্য সবকিছুর থেকে আলাদা। আর তাই বিগত সাড়ে চার বছরে তিনি এই রাজ্যে বারোবার এসেছেন।

শ্রী কোবিন্দ বলেন, মহারাষ্ট্র হলো আধ্যাত্মিক সাধনার ভূমি; একইসঙ্গে অন্যায়ের বিরুদ্ধে সাহসী লড়াইয়ের পীঠস্থান। এখানে দেশপ্রেমিক এবং ঈশ্বরের ভক্তরা জন্মেছেন। ভারতের প্রধান অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র হলো মহারাষ্ট্র। এই রাজ্য মেধা ও প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর। মহারাষ্ট্রের মানুষ তাঁদের আতিথেয়তার জন্য সকলের কাছে পরিচিত। এই ধরণের অনেক বিশেষত্বের কারণে শুধু তিনিই নন, দেশ-বিদেশের অগণিত মানুষ বার বার এই রাজ্যে আসেন। কিন্তু তাঁর এবারের সফরে তিনি শূন্যতা অনুভব করছেন। এক সপ্তাহ আগে আমরা আমাদের প্রিয় লতাজি-কে হারিয়েছি। তাঁর মতো প্রকৃত গুণী মানুষ শতাব্দীতে একবারই জন্মান। লতাজির গান অমর হয়ে থাকবে, সঙ্গীতপ্রেমীরা তাঁর গানে আবিষ্ট হয়ে থাকবেন। লতাজির সহজ-সরল ও নম্র স্বভাবের জন্য তিনি মানুষের মনে চিরস্থায়ী হয়ে থাকবেন।  

দরবার হলের নির্মাণের প্রসঙ্গ উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ঐতিহ্যকে অক্ষুন্ন রেখে সময়ের চাহিদা মেনে আধুনিকতাকে গ্রহণ করা যথাযথ কাজ। তিনি মহারাষ্ট্রের রাজ্যপাল এবং রাজ্য সরকারকে অত্যাধুনিক প্রযুক্তির সুবিধাযুক্ত দরবার হল নির্মাণে অভিনন্দন জানান।

রাষ্ট্রপতি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় সুপ্রশাসনের সবথেকে গুরুত্বপূর্ণ দিক হলো স্বচ্ছতা। দরবারের আধুনিক ধারণা স্বচ্ছতাকে উৎসাহিত করে। প্রশাসন জনতা দরবারের মাধ্যমে মানুষের সঙ্গে যুক্ত হওয়ার ধারণাটি ক্রমশ জনপ্রিয় হচ্ছে। তাই নতুন দরবার হল আমাদের নতুন ভারত, নতুন মহারাষ্ট্র ও আমাদের প্রাণবন্ত গণতন্ত্রের প্রতীক। 

রাষ্ট্রপতির মূল ভাষণটি পড়ার জন্য নিচের লিঙ্কে ক্লিক করুনঃ- 

https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2022/feb/doc202221114801.pdf 

 

CG/CB/NS



(Release ID: 1797653) Visitor Counter : 133