খাদ্যপ্রক্রিয়াকরণশিল্পমন্ত্রক

উৎপাদন সংযুক্ত উৎসাহভাতা কর্মসূচি

Posted On: 11 FEB 2022 12:39PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১১ ফেব্রুয়ারি, ২০২২

 

ভারতের উৎপাদন সক্ষমতা বাড়াতে এবং রপ্তানির পরিমাণ বাড়িয়ে ১০ হাজার ৯০০ কোটি টাকা করার লক্ষ্যে আত্মনির্ভর ভারত অভিযানের অঙ্গ হিসাবে মন্ত্রক খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ক্ষেত্রের জন্য উৎপাদন সংযুক্ত উৎসাহভাতা কর্মসূচি প্রণয়ন করেছে। এই কর্মসূচির তিনটি ক্ষেত্র রয়েছে। এগুলি হ’ল – ৪টি গুরুত্বপূর্ণ খাদ্য সামগ্রী উৎপাদনে উৎসাহভাতা; ক্ষুদ্র ও মাঝারি শিল্প ক্ষেত্র থেকে অভিনব বা জৈব খাদ্য সামগ্রী উৎপাদনে উৎসাহদান; ভারতীয় খাদ্য পণ্যের ব্র্যান্ড গড়ে তুলতে আন্তর্জাতিক বাজারে বিপণনের ব্যবস্থা। 

মন্ত্রকের এই কর্মসূচি সম্পর্কিত নীতি-নির্দেশিকা গত বছরের দোসরা মে প্রকাশিত হয়। কর্মসূচির সুযোগ-সুবিধা গ্রহণে আগ্রহপত্র জমা নেওয়া শুরু হয় দোসরা মে থেকেই। ২৪শে জুন পর্যন্ত আগ্রহপত্র জমা নেওয়া হয়। কর্মসূচিতে মোট ৬০টি আবেদনপত্র জমা পড়েছে।

রাজ্যসভায় আজ এক লিখিত জবাবে একথা জানান খাদ্য প্রক্রিয়াকরণ প্রতিমন্ত্রী শ্রী প্রহ্লাদ সিং প্যাটেল। 

 

CG/BD/SB



(Release ID: 1797648) Visitor Counter : 151