কয়লামন্ত্রক

তৃতীয় পর্যায়ে বাণিজ্যিক কয়লা খনি নিলামের দ্বিতীয় ও তৃতীয় দিন

Posted On: 11 FEB 2022 12:14PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১১ ফেব্রুয়ারি, ২০২২

 

কয়লা খনি (বিশেষ সংস্থান) আইন, ২০১৫’র ত্রয়োদশ পর্ব এবং খনি ও খনিজ উন্নয়ন ও নিয়ন্ত্রণ আইনের তৃতীয় পর্বে কয়লা মন্ত্রক গত বছরের ১২ই অক্টোবর থেকে কয়লা খনিগুলির বাণিজ্যিক নিলাম প্রক্রিয়া শুরু করে। ই-নিলাম প্রক্রিয়ার দ্বিতীয় ও তৃতীয় দিনে কয়লা খনি বিশেষ সংস্থান আইনের মাধ্যমে ৩টি এবং খনি ও খনিজ উন্নয়ন তথা নিয়ন্ত্রণ আইনের মাধ্যমে ২টি কয়লা খনির নিলাম চলছে। 

এই ৫টি কয়লা খনির প্রত্যেকটিতেই সঞ্চিত কয়লার অনুসন্ধানের কাজ সম্পূর্ণ হয়েছে। খনিগুলির ভৌগোলিক এলাকায় মোট সঞ্চিত কয়লার পরিমাণ ৫২৮.০৫১ মিলিয়ন টন। দ্বিতীয় ও তৃতীয় দিনে ওডিশার ২টি এবং আসাম, মহারাষ্ট্র এবং অরুণাচল প্রদেশ থেকে ১টি করে কয়লা খনির বাণিজ্যিক নিলাম চলছে। 

 

CG/BD/SB



(Release ID: 1797644) Visitor Counter : 132