রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

রাষ্ট্রপতি ভবনের বার্ষিক “উদ্যানোৎসব”এর সূচনা করেছেন রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ

Posted On: 10 FEB 2022 5:59PM by PIB Kolkata

নয়াদিল্লী, ১০  ফেব্রুয়ারি, ২০২২

 

রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ বৃহস্পতিবার (১০ই ফেব্রুয়ারি) রাষ্ট্রপতি ভবনের বার্ষিক “উদ্যানোৎসব”এর সূচনা করেছেন।    

আগামী ১২ই ফেব্রুয়ারি থেকে ১৬ ই মার্চ পর্যন্ত (সোমবার ব্যতীত)সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত (প্রবেশের শেষ সময় বিকাল ৪টে) মুঘল গার্ডেন খোলা থাকবে। 

প্রবেশের জন্য দর্শনার্থীদের অগ্রিম অনলাইন বুক করতে হবে। এরজন্য লিঙ্কটি হল https://rashtrapatisachivalaya.gov.in  অথবা https://rb.nic.in/rbvisit/visit_plan.aspx । সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এবছর সরাসরি প্রবেশের সুযোগ থাকবে না।  

প্রতিটি স্লটে সর্বাধিক ১০০ জন লোক থাকতে পারবেন। সফরের সময় দর্শকদের কোভিড বিধি অনুসরণ করতে হবে। মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক। মুঘল গার্ডেনে প্রবেশের সময় দর্শনার্থীদের থার্মাল স্ক্রিনিং করা হবে। মাস্ক ছাড়া কোনো দর্শনার্থীকে প্রবেশ করতে দেওয়া হবে না।

রাষ্ট্রপতি এস্টেটের ৩৫ নম্বর গেট থেকে সমস্ত দর্শনার্থীদের প্রবেশ এবং প্রস্থান হবে। পরিদর্শনকালে দর্শনার্থীরা মোবাইল ফোন সঙ্গে রাখতে পারবেন। তবে তাদের কোনো জলের বোতল, ব্রিফকেস, হ্যান্ডব্যাগ/লেডিজ পার্স, ক্যামেরা, রেডিও/ট্রানজিস্টর, বাক্স, ছাতা, অস্ত্র এবং খাবার সামগ্রী না নিয়ে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। হ্যান্ড স্যানিটাইজার, পানীয় জল, শৌচালয়, প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা থাকবে বিভিন্ন স্থানে। 

এবারের উদ্যানোৎসবের প্রধান আকর্ষণ হবে ১১টি প্রজাতির টিউলিপ ফুল। এগুলি ফেব্রুয়ারি মাসে পর্যায়ক্রমে ফুটবে বলে আশা করা হচ্ছে। সেন্ট্রাল লনেও চমৎকার নকশায় ফুলের কার্পেট প্রদর্শিত  হবে। এছাড়াও এ বছর সাদা, হলুদ, লাল এবং কমলা রঙের নানান ফুলের বাহার থাকবে। একটি ছোটো ক্যাকটাস কর্নারে বাগানও থাকবে। 

 

CG/SS/NS


(Release ID: 1797549) Visitor Counter : 129