পরিবেশওঅরণ্যমন্ত্রক
সৈকতে স্বচ্ছতা অভিযান
Posted On:
10 FEB 2022 1:30PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১০ ফেব্রুয়ারি, ২০২২
কেন্দ্রীয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক ২০১৯ সালে ১১ থেকে ১৭-ই নভেম্বর পর্যন্ত গুজরাট, দাদরা-নগরহাভেলি, দমন ও দিউ, মহারাষ্ট্র ও গোয়া সহ ১০টি উপকূলীয় রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের ৫০টি সমুদ্র সৈকতে ‘স্বচ্ছ-নির্মল তট অভিযান’ নামে একটি সৈকত পরিচ্ছন্নতা তথা সচেতনতা অভিযানের আয়োজন করে ।
গুজরাটের শিবরাজপুর, দিউ-এর ঘোঘা, কর্নাটকের কাসারকোড ও পাদুবিদ্রি, কেরলের কাপ্পাদ, অন্ধ্রপ্রদেশের রুশিকোন্ডা, ওড়িশার গ্লোডেন, আন্দামান ও নিকোবরের রাধানগর এবং পুদুচেরির ইডেন ব্লুফ্ল্যাগ সৈকতে ২০২১ সালের অক্টোবরে ৭৫-তম আজাদি-কা অমৃত মহোৎসবের আইকনিক সপ্তাহ উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
ছাত্রছাত্রী, জনপ্রতিনিধি, আধিকারিক, সুশীল সমাজের ব্যক্তি সহ সাধারণ মানুষ স্বেচ্ছায় এই স্বচ্ছতা অভিযানে অংশগ্রহণ করেন । উপকূলীয় সম্পদ ও সামুদ্রিক বাস্তুতন্ত্রের সুরক্ষা ও সংরক্ষণে গুরুত্বপূর্ণ ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় । সৈকতে পরিচ্ছন্নতা বজায় রাখা সংশ্লিষ্ট রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের সরকার এবং স্থানীয় কর্তৃপক্ষের দায়িত্ব । মন্ত্রকের উদ্যোগে সৈকত পরিবেশ ও নান্দনিক ব্যবস্থাপনা পরিষেবা কর্মসূচির আওতায় সৈকতে দূষণ প্রতিরোধ, সৌন্দর্যায়ন, নিরাপত্তা ও নজরদারি বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়িত করা হয়েছে । নিরাপত্তা ও পরিবেশগত ভাবে সুস্থায়ী পরিকাঠামো, স্নানের উপযোগী জলের গুণমান বজায় রাখা, উন্নতমানের পরিষেবা ব্যবস্থাপনা সহ সেরা আন্তর্জাতিক মানের সমুদ্র সৈকত গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে ।
রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন দফতরের প্রতিমন্ত্রী শ্রী অশ্বিনী কুমার চৌবে ।
CG/SS/RAB
(Release ID: 1797545)
Visitor Counter : 110