শ্রমওকর্মসংস্থানমন্ত্রক
azadi ka amrit mahotsav

বেকার যুবক-যুবতীদের জীবনধারনে ভাতার জন্য নাম নথিভুক্তকরণ

Posted On: 10 FEB 2022 1:27PM by PIB Kolkata

নতুন দিল্লি,  ১০ ফেব্রুয়ারি,  ২০২২

 

এমপ্লয়ইজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন (ইএসআইসি) বা কর্মচারী রাজ্য বীমা নিগমের মাধ্যমে বাস্তবায়িত অটল বিমিত ব্যক্তি কল্যাণ যোজনা (এবিভিকেওয়াই) এর আওতায় যোগ্যতার শর্তসাপেক্ষে চাকরি হারানো বীমাকৃত কর্মীদের বেকারত্বের সুবিধা প্রদান করা হয় । এবিভিকেওয়াই-এর আওতায় বেকারত্বের সুবিধাগুলি গড় দৈনিক আয়ের ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করা হয়েছে । কোভিড ১৯-এর কারণে যারা চাকরি হারিয়েছেন, সেইসব বীমাকৃত কর্মীদের জন্য যোগ্যতার শর্ত মকুব করা হয়েছে । এই প্রকল্পটি ২০১৮ সালের পয়লা জুলাই থেকে কার্যকর হয়েছে । পরবর্তী সময়ে ২০২০ সালের পয়লা জুলাই থেকে ২০২১ সালের ৩০-শে জুন এবং ২০২১ সালের পয়লা জুলাই থেকে ২০২২ সালের ৩০-শে জুন পর্যন্ত দুবার মেয়াদ বাড়ানো হয়েছে । 

চলতি বছরের ৭-ই ফেব্রুয়ারি পর্যন্ত এই প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গ থেকে ১,৩৩০-টি আবেদন জানানো হয় । এরমধ্যে ৯৩৫টি আবেদন অনুমোদিত হয়েছে । এরজন্য ১ কোটি ৩০ লক্ষ ২৬ হাজার ২৪২ টাকা মঞ্জুর করা হয়েছে । 

রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানিয়েছেন কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান দফতরের প্রতিমন্ত্রী শ্রী রামেশ্বর তেলি ।

 

CG/SS/RAB


(Release ID: 1797537)
Read this release in: English , Urdu , Gujarati , Tamil