সামাজিকন্যায়ওক্ষমতায়নমন্ত্রক

কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ণ মন্ত্রী ডঃ বীরেন্দ্র কুমার আগামী শুক্রবার 'স্মাইল' কর্মসূচির সূচনা করবেন

Posted On: 10 FEB 2022 4:48PM by PIB Kolkata

নতুন দিল্লি,  ১০ ফেব্রুয়ারি, ২০২২

 

কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ণ মন্ত্রী ডঃ বীরেন্দ্র কুমার আগামী শুক্রবার (১২ ফেব্রুয়ারি) নতুন দিল্লির ডঃ আম্বেদকর ইন্টারন্যাশনাল সেন্টারে ভীম প্রেক্ষাগৃহে বেলা ১১টায় 'স্মাইল' বা প্রান্তিক শ্রেণীর মানুষের জীবন-জীবিকা ও শিল্পোদ্যোগে সহায়তা কর্মসূচির সূচনা করবেন। এধরণের কর্মসূচি শুরু করার উদ্দেশ্যই হল, রূপান্তরকামী ব্যক্তি এবং ভিক্ষাবৃত্তির সঙ্গে যুক্ত ব্যক্তিদের সার্বিক কল্যাণ সুনিশ্চিত করা। অনুষ্ঠানে বিভাগীয় প্রতিমন্ত্রী শ্রী এ নারায়ণস্বামী এবং সুশ্রী প্রতিমা ভৌমিক উপস্থিত থাকবেন। 

এই কর্মসূচির দুটি অংশ রয়েছে। এর একটি হল রূপান্তরকামী ব্যক্তিদের কল্যাণে পুনর্বাসন এবং ভিক্ষাবৃত্তির সঙ্গে যুক্ত ব্যক্তিদের পুনর্বাসন। কর্মসূচির মাধ্যমে রূপান্তরকামী ব্যক্তি এবং ভিক্ষাবৃত্তির সঙ্গে যুক্ত ব্যক্তিদের আইনি অধিকার সুনিশ্চিত করা হবে। সেই সঙ্গে এই শ্রেণীর মানুষের সামাজিক সুরক্ষার বিষয়টিতেও গুরুত্ব দেওয়া হবে। মন্ত্রক স্মাইল কর্মসূচি রূপায়ণের জন্য আগামী ২০২৫-২৬ পর্যন্ত ৩৬৫ কোটি টাকা বরাদ্দ করেছে। 

 

CG/BD/AS/



(Release ID: 1797530) Visitor Counter : 85


Read this release in: English , Urdu , Hindi , Punjabi