প্রতিরক্ষামন্ত্রক

অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে মন্ত্রকের ১৭ লক্ষ ৭৮ হাজার একর জমি সার্ভে করার জন্য প্রতিরক্ষা মন্ত্রী প্রতিরক্ষা এস্টেট দপ্তরের কর্মীদের পুরস্কৃত করেছেন

Posted On: 10 FEB 2022 12:25PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১০ ফেব্রুয়ারি, ২০২২

 

প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং নতুন দিল্লিতে মন্ত্রকের ১৭ লক্ষ ৭৮ হাজার একর জমি অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে সার্ভে করার জন্য প্রতিরক্ষা এস্টেটের কর্মীদের পুরস্কৃত করেছেন। মোট ১১ জন আধিকারিক এবং ২৪ জন কর্মী ছাড়াও ৪ জন সহকারী এই পুরস্কার পেয়েছেন।

প্রতিরক্ষা মন্ত্রকের হিসাব অনুযায়ী, মন্ত্রকের ১৭ লক্ষ ৯৯ হাজার একর জমি রয়েছে। এর মধ্যে ১ লক্ষ ৬১ হাজার জমি দেশের বিভিন্ন প্রান্তে ৬২টি প্রজ্ঞাপিত ক্যান্টনমেন্টে রয়েছে। ক্যান্টনমেন্টের বাইরে প্রায় ১৬ লক্ষ ৩৮ হাজার একর জমি প্রতিরক্ষা মন্ত্রকের। এর মধ্যে ১৮ হাজার একর জমি রাজ্য সরকারগুলি রক্ষণাবেক্ষণ করে অথবা অন্যান্য কেন্দ্রীয় সরকারি দপ্তরকে হস্তান্তরিত করা হয়েছে। স্বাধীনতার পর এই প্রথমবার মন্ত্রক জমি সার্ভে করলো।

প্রতিরক্ষা মন্ত্রী কোভিড-১৯ মহামারীর মধ্যেও দেশের প্রত্যন্ত অঞ্চলে এই কাজ করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, নিখুঁতভাবে জমির মাপ নেওয়া এবং নির্ভরযোগ্য রেকর্ড তৈরি করার মধ্য দিয়ে বিভিন্ন সমস্যার সমাধান সম্ভব। শ্রী সিং প্রতিরক্ষা এস্টেটগুলির ডাইরেক্টরেট জেনারেলের প্রশংসা করেন। সমীক্ষার কাজে ড্রোন, কৃত্রিম উপগ্রহ ও ত্রিমাত্রিক মডেলিং প্রযুক্তির সাহায্য নেওয়া হয়েছে। সার্ভে ও জমির রেকর্ড তৈরি করার কাজে এটি সহায়ক হয়েছে। মন্ত্রী বলেন, সার্ভে করার পদ্ধতির পরিবর্তন ঘটেছে। এই উদ্যোগের ফলে ক্যান্টনমেন্ট এলাকার আর্থ-সামাজিক অবস্থার উন্নতি হবে। কেন্দ্র প্রতিরক্ষা মন্ত্রকের জমিতে সীমা নির্ধারণ করে পাঁচিল দেওয়ার জন্য এবারের বাজেটে ১৭৩ কোটি টাকা মঞ্জুরের প্রস্তাব এনেছে।

বর্তমানে দৈনন্দিন জীবনযাত্রায় প্রযুক্তি অপরিহার্য হয়ে উঠেছে। ২০২১-এর ফেব্রুয়ারিতে প্রতিরক্ষা মন্ত্রী ই-ছাউনি পোর্টালের সূচনা করেন। এর মধ্য দিয়ে ক্যান্টনমেন্ট এলাকায় বসবাসকারী নাগরিকদের জীবনযাত্রায় সুবিধা হবে। এই পোর্টালের মাধ্যমে দেশ জুড়ে ৬২টি ক্যান্টনমেন্ট এলাকার ২০ লক্ষ বসবাসকারী নাগরিক জীবনের নানা পরিষেবার সুযোগ-সুবিধা পাচ্ছেন। প্রতিরক্ষা মন্ত্রী এ প্রসঙ্গে ২০২০-র অগাস্টে আত্মনির্ভর সপ্তাহে সৃজন পোর্টাল উদ্বোধনের কথা উল্লেখ করেন। এই পোর্টালের মাধ্যমে ভেন্ডাররা দেশীয় প্রযুক্তির মাধ্যমে উৎপাদিত সরঞ্জাম সম্পর্কে তথ্য পাবেন। এছাড়াও ই-সেহত পোর্টাল, পেনশন পোর্টাল, এনসিসি প্রশিক্ষণ ও সাহসিকতা পুরস্কার পোর্টালের কথাও শ্রী সিং জানান। তিনি বলেন, ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচিকে সফল করে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ। এর মধ্য দিয়ে জনসাধারণের জীবনযাত্রার মানোন্নয়ন ঘটবে। আবহাওয়ার পূর্বাভাস ডিজিটাল পদ্ধতিতে করার ফলে তা অনেক নিখুঁত হচ্ছে।

দেশে ৬২টি ক্যান্টনমেন্টে ২০ লক্ষ মানুষের বাস। এই ক্যান্টনমেন্ট এলাকার জমির স্বত্ত্ব, রেকর্ডের বিষয়ে সর্বশেষ তথ্য, ক্যান্টনমেন্ট এলাকার জমির সীমা নির্ধারণ এবং তা চিহ্নিত করার অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রকের জমির সার্ভে সংক্রান্ত ৪টি প্রতিবেদন প্রকাশ করার পাশাপাশি, প্রতিরক্ষা মন্ত্রী ই-ছাউনি ওয়েবিনারের সূচনা করেন। অনুষ্ঠানে ১৩টি রাজ্যের ২৭টি পুর নিগম এবং ৬২টি ক্যান্টনমেন্ট বোর্ডের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

 

CG/CB/SB



(Release ID: 1797346) Visitor Counter : 126