বস্ত্রমন্ত্রক

গভর্মেন্ট- ই- মার্কেটপ্লেস -এর মাধ্যমে ১,৭৭,৮২৫ জন তন্তুজীবী ও কারিগর নাম নথিভুক্ত করেছেন

Posted On: 09 FEB 2022 4:22PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৯ ফেব্রুয়ারি, ২০২২
 
সারাদেশে মোট ১,৭৭,৮২৫ জন কারিগর এবং তন্তুজীবী গভর্নমেন্ট-ই- মার্কেটপ্লেস- এর মাধ্যমে তাঁদের উৎপাদিত পণ্য সরাসরি বিভিন্ন সরকারি বিভাগ এবং সংস্থার কাছে বিক্রি করতে নাম নথিভুক্ত করেছেন।  ২০২০ সালের জুলাই থেকে এ পর্যন্ত গভর্মেন্ট-ই- মার্কেটপ্লেস পোর্টালে নথিভূক্ত কারিগর ও তন্তুজীবীদের দ্বারা মোট বিক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১১৮.৩০ কোটি টাকা। 
 
পশ্চিমবঙ্গে নথিভূক্তকারী তন্তুজীবী ও কারিগরের সংখ্যা ৯,৬৬।
 
আজ লোকসভায় এক লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় বস্ত্র প্রতিমন্ত্রী শ্রীমতি দর্শনা জারদোশ এই তথ্য জানিয়েছেন।
 
 
CG/ SB


(Release ID: 1797064) Visitor Counter : 105