স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

সাইবার অপরাধ প্রতিরোধের কৌশল

Posted On: 09 FEB 2022 3:33PM by PIB Kolkata
নতুন দিল্লি,  ৯ ফেব্রুয়ারি,  ২০২২
 
ভারতের সংবিধানের সপ্তম তপশিল অনুসারে ‘পুলিশ’ এবং ‘প্রশাসনিক নির্দেশিকা’ হল রাজ্যের বিষয় । রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলি প্রাথমিকভাবে আইনশৃঙ্খলা বজায় রাখা সহ সাইবার অপরাধ প্রতিরোধের কৌশল, পরিকল্পনা ও টাস্কফোর্স গঠন, প্রতিরোধ, শণাক্তকরণ, তদন্ত এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলির দক্ষতা বৃদ্ধি/প্রশিক্ষণের জন্য দায়বদ্ধ । কেন্দ্রীয় সরকার সাইবার অপরাধ প্রতিরোধে বিচারের জন্য আইন প্রয়োগকারী সংস্থাগুলির দক্ষতা বৃদ্ধিতে সময়ে সময়ে বিভিন্ন উপদেশ এবং প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকারগুলিকে সাহায্য করেছে । 
 
সমন্বিত পদ্ধতিতে সাইবার অপরাধ মোকাবিলা ব্যবস্থাপনাকে শক্তিশালী করার জন্য কেন্দ্রীয় সরকার সাইবার অপরাধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে পদক্ষেপ নিয়েছে । এরজন্য সতর্কতা/পরামর্শ জারি করা হয়েছে । আইন প্রয়োগকারী সংস্থার কর্মীদের/আধিকারিকদের প্রশিক্ষণ, সাইবার ফরেন্সিক সুবিধার ব্যবস্থা করা হয়েছে । সরকার ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল- www.cybercrime.gov.in চালু করেছে । নারী ও শিশুদের বিরুদ্ধে সাইবার অপরাধের ওপর বিশেষ নজর দিয়ে সব ধরণের সাইবার অপরাধ সংক্রান্ত ঘটনার রিপোর্ট এই পোর্টালে তুলে ধরা হয়েছে । অনলাইন সাইবার অভিযোগ দায়েরের সহায়তায় একটি টোল ফ্রি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে । 
 
রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী অজয় কুমার মিশ্র ।
 
CG/SS/RAB

(Release ID: 1797058) Visitor Counter : 131