মানবসম্পদবিকাশমন্ত্রক
azadi ka amrit mahotsav

বিদ্যালয় স্তরে পাঠ্যক্রমে কৃষি ক্ষেত্রের বিভিন্ন দিক

Posted On: 09 FEB 2022 2:26PM by PIB Kolkata
নতুন দিল্লি,  ৯ ফেব্রুয়ারি,  ২০২২
 
কৃষি সংক্রান্ত উদ্বেগ, কৃষিক্ষেত্রে সম্মুখীন হওয়া সমস্যাগুলির সমাধান সহ বিভিন্ন পর্যায়ে শিক্ষার্থীদের জ্ঞানের মান বৃদ্ধির কথা মাথায় রেখে জাতীয় শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ পর্ষদ (এনসিইআরটি) বিজ্ঞান পাঠ্যক্রমকে অন্তর্ভুক্ত করেছে । এনসিইআরটি- এর বিজ্ঞান পাঠ্যপুস্তকের বিভিন্ন অধ্যায়ে কৃষি সংক্রান্ত উদ্বেগ ও বিষয়গুলি ষষ্ঠ থেকে দশম এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান পাঠ্যপুস্তকে যুক্ত করা হয়েছে । ‘ভারত : মানুষ এবং অর্থনীতি’ শীর্ষক বিষয়টি এনসিইআরটি-র দ্বাদশ শ্রেণীর ভূগোল পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়েছে । সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) নবম থেকে দ্বাদশ শ্রেণীতে দক্ষতার বিষয় হিসেবে ‘কৃষি’ এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীতে দক্ষতার বিষয় হিসেবে ‘উদ্যান পালন’-কে ঐচ্ছিক বিষয় হিসেবে রেখেছে । পাশাপাশি ‘ভারতের কৃষক পোর্টাল’ এবং ‘সুস্থায়ী উন্নয়নের জন্য জাতীয় মিশন’-এর মাধ্যমে কৃষিক্ষেত্রে সরকারের গৃহীত উদ্যোগ সম্পর্কেও ছাত্রছাত্রীদের সচেতন করা হচ্ছে । 
 
রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার ।
 
CG/SS/RAB

(Release ID: 1797053) Visitor Counter : 152