ক্ষুদ্র, অতিক্ষুদ্রওমাঝারিশিল্পমন্ত্রক
অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগকে সহযোগিতা
प्रविष्टि तिथि:
07 FEB 2022 3:53PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৭ই ফেব্রুয়ারী , ২০২২
সমাধান পোর্টালের থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী অতিক্ষুদ্র ও ক্ষুদ্র শিল্পোদ্যোগ সংস্থাগুলির বিভিন্ন সরকারী মন্ত্রক ও দপ্তর থেকে ১১,৭৪১ কোটি ২১ লক্ষ টাকা বকেয়া রয়েছে।
২০০৬ সালের অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ উন্নয়ন আইন অনুযায়ী মন্ত্রকের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অতিক্ষুদ্র, ক্ষুদ্র শিল্পোদ্যোগ সহায়তা পরিষদ গড়ে তোলা হবে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে যৌথভাবে এই পরিষদ সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠানগুলির বকেয়া অর্থ দ্রুত পাওয়ার বিষয়ে প্রয়োজনীয় সহায়তা করবে। মন্ত্রক, ২০১৭র ৩০শে অক্টোবর সমাধান ওয়েব পোর্টালের সূচনা করেছে। অতিক্ষুদ্র, ক্ষুদ্র শিল্পোদ্যোগী সংস্থাগুলির থেকে নানা পণ্য ও পরিষেবা গ্রহণ করে তার দাম দ্রুত মেটানোর জন্য সমাধান পোর্টাল তৈরি করা হয়েছে। ২০২০র ১৪ই জুন এই পোর্টালে একটি সাব পোর্টাল তৈরি করা হয়েছে। ঐ সাব পোর্টাল থেকে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক ও দপ্তর এবং কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত্ব সংস্থাগুলির কাছে অতিক্ষুদ্র ও ক্ষুদ্র শিল্পোদ্যোগ সংস্থাগুলির কোনো বকেয়া আছে কিনা, সেবিষয়ে নজরদারী চালানো হয়। এবিষয়ে বকেয়া অর্থ দ্রুত পরিশোধ করা জন্য মন্ত্রক প্রয়োজনীয় উদ্যোগ নেয়।
আত্মনির্ভর ভারত অভিযানের আওতায় কেন্দ্র অর্থনীতিকে বিশেষ করে অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ সংস্থাগুলিকে সহায়তার জন্য একগুচ্ছ পদক্ষেপ গ্রহণ করেছে। এগুলি হল –
১) সঙ্কটে জর্জরিত অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ সংস্থাগুলির জন্য ঋণের ব্যবস্থা করতে ২০,০০০ কোটি টাকার বিশেষ তহবিলের সংস্থান করা।
২) অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ সংস্থাগুলির জন্য তহবিলের তহবিল গড়ে তুলতে ৫০,০০০ কোটি টাকা ইক্যুইটি থেকে জোগাড় করা।
৩) অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ সংস্থাগুলি সহ বিভিন্ন বাণিজ্যিক সংস্থার জন্য ৩ লক্ষ কোটি টাকার আপৎকালীন মূলধন নিশ্চয়তা প্রকল্প ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে এই প্রকল্পে বরাদ্দকৃত অর্থ বৃদ্ধি করে ৫ লক্ষ কোটি টাকা করা হয়েছে।
৪) অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ সংস্থার জন্য নতুন সংজ্ঞা নির্ধারিত হয়েছে।
৫) বিভিন্ন সরকারী সংস্থার জন্য ২০০ কোটি টাকার পণ্য সংগ্রহ করতে আন্তর্জাতিক টেন্ডার ডাকা হবে না।
অতিক্ষুদ্র ও ক্ষুদ্র শিল্পোদ্যোগ সংস্থাগুলির জন্য় মন্ত্রক মূলধন নিশ্চয়তা প্রকল্প কার্যকর করেছে। সংশ্লিষ্ট সংস্থাগুলি ২০ কোটি টাকা ব্যাঙ্ক ও বিভিন্ন ঋণদান প্রতিষ্ঠানের থেকে দেওয়া হবে।
রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন, কেন্দ্রীয় অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ মন্ত্রী শ্রী নারায়ণ রানে।
CG/CB/SFS
(रिलीज़ आईडी: 1796352)
आगंतुक पटल : 171