ক্রেতা, খাদ্যএবংগণবন্টনমন্ত্রক
azadi ka amrit mahotsav

বিহারের পাটনা থেকে গুয়াহাটির পান্ডু পর্যন্ত জাহাজে প্রথমবার খাদ্য শস্য পরিবহণ উত্তর পূর্বের প্রবেশ দ্বারের জন্য এক নতুন যুগের সূচনা করবে : শ্রী পীযূষ গোয়েল

Posted On: 05 FEB 2022 3:20PM by PIB Kolkata
নতুন দিল্লি,  ৫ ফেব্রুয়ারি, ২০২২
 
কেন্দ্রীয় গ্রাহক বিষয়ক, খাদ্য ও গণবন্টন মন্ত্রী শ্রী পীযূষ গোয়েল বলেছেন, বিহারের পাটনা থেকে গুয়াহাটির পান্ডু পর্যন্ত জাহাজে প্রথমবার খাদ্য শস্য পরিবহণ উত্তর-পূর্বের প্রবেশ দ্বারের জন্য এক নতুন যুগের সূচনা করবে। পাটনা থেকে পান্ডু পর্যন্ত খাদ্য শস্য পরিবাহী এমভি লাল বাহাদুর শাস্ত্রী জাহাজের ভার্চুয়াল পদ্ধতিতে যাত্রার সূচনা করে শ্রী গোয়েল বলেন, ২ হাজার ৩৫০ কিলোমিটার জলপথ পাড়ি দিয়ে জাহাজটি গুয়াহাটির পান্ডুতে পৌঁছোবে। এর ফলে, উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে জলপথে যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দ্বার খুলে যাবে। জাহাজটি পাটনা থেকে গঙ্গা নদীতে যাত্রা শুরু করে ভাগলপুর, মণিহারি, সাহিবগঞ্জ, ফারাক্কা, ত্রিবেণী, কলকাতা, হলদিয়া হয়ে প্রতিবেশী বাংলাদেশের হেমনগর, খুলনা, নায়ারণগঞ্জ, সিরাজগঞ্জ, চিলমারি হয়ে গুয়াহাটির পান্ডুতে পৌঁছোবে। সুদীর্ঘ ২ হাজার ৩৫০ কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগবে ২৫ থেকে ৩০ দিন। 
 
শ্রী গোয়েল আরও বলেন, জলপথে খাদ্য শস্য পরিবহণ দেশের কৃষকদেরকে আত্মনির্ভর হয়ে উঠতে সাহায্য করবে। সেই সঙ্গে তারা কৃষিজ পণ্যের ভাল দাম পাবেন এবং তাদের জীবনযাপানে মানোন্নয়ন ঘটবে। উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নে প্রধানমন্ত্রী যে পরিকল্পনা গ্রহণ করেছেন, সেই লক্ষ্যে জাহাজে খাদ্য শস্য পরিবহণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। 
 
শ্রী গোয়েল আজ বিহারের কালুঘাটে ভার্চুয়াল পদ্ধতিতে একটি ইন্টারমোডাল টার্মিনালের শিলান্যাস করেন। ৭৮ কোটি টাকা ব্যয়ে এই টার্মিনালটি গড়ে উঠলে কালুঘাট এলাকার আর্থসামাজিক অগ্রগতি ঘটবে এবং স্থানীয় যুব সম্প্রদায়ের কর্মসংস্থানের সৃষ্টি হবে। শ্রী গোয়েল জানান, ভারত - বাংলাদেশ প্রটোকল রুটের (জলপথের) উন্নয়নে ৩০৫ কোটি টাকার বাজেট সংস্থান করা হয়েছে। এছাড়াও উত্তর পূর্বাঞ্চলের পরিকাঠামোর মানোন্নয়নে ১ হাজার ৫০০ কোটি টাকা ব্যয়ে একটি নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে। জাতীয় এক নম্বর জলপথের (গঙ্গা) মানোন্নয়নে ৪ হাজার ৬০০ কোটি টাকার জল মার্গ বিকাশ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ২ হাজার টন পণ্যবাহী জাহাজের মসৃণ যাতায়াতের লক্ষ্যেই এই প্রকল্প গ্রহণ করা হয়েছে। তিনি জানান, ২৪টি রাজ্যে ১০৬টি নতুন জলপথকে জাতীয় জলপথ হিসেবে ঘোষণা করা হয়েছে। এর ফলে, দেশে জাতীয় জলপথের সংখ্যা বেড়ে ১১১ হয়েছে। 
 
শ্রী গোয়েল বলেন, বিহারের কালুঘাটে প্রস্তাবিত টার্মিনালটি উত্তর বিহারের রাস্তাগুলিতে যানজট এড়াতে সাহায্য করবে। সেই সঙ্গে বিকল্প পথে নেপালে পণ্য পরিবহণ করাও সম্ভব হবে। 
 
 
CG/BD/AS/

(Release ID: 1795788) Visitor Counter : 144