শিল্পওবাণিজ্যমন্ত্রক
কেন্দ্রীয় সরকারের এক জেলা এক পণ্য কর্মসূচিতে প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে আরও একধাপ অগ্রগতি
प्रविष्टि तिथि:
05 FEB 2022 2:55PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৫ ফেব্রুয়ারি, ২০২২
পণ্য সামগ্রী পরিবহণে ড্রোন / ইউএভি প্রযুক্তির অভিনব ব্যবহারের সাক্ষী থাকলো পশ্চিম জয়ন্তিয়া পার্বত্য অঞ্চল। আজ এধরণের প্রযুক্তির জনসমক্ষে প্রথমবার প্রদর্শন করা হল। এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে লাকাডং এলাকার প্রত্যন্ত অঞ্চলের হলুদ চাষীদের সঙ্গে যোগাযোগের সমস্যা দূর করা সম্ভব হবে।
কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রকের শিল্প প্রসার তথা অভ্যন্তরীণ বাণিজ্য দপ্তর এক জেলা এক পণ্য কর্মসূচিতে লাকাডং-এ উৎপাদিত হলুদকে চিহ্নিত করেছে। এই কৃষিজ পণ্যের ব্যাপক বাণিজ্যিক ও রপ্তানির সম্ভাবনা রয়েছে। অগ্নি মিশনের সঙ্গে এক জেলা এক পণ্য কর্মসূচির অংশীদারিত্ব গড়ে উঠেছে। বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন ক্ষেত্রে প্রধানমন্ত্রীর যে পরামর্শদাতা পর্ষদ রয়েছে, তার নয়টি প্রযুক্তিগত মিশনের মধ্যে অগ্নি একটি। প্রধানমন্ত্রীর এই পরামর্শদাতা পর্ষদ দেশে অভিনব প্রযুক্তিগুলিকে চিহ্নিত করে থাকে, যেগুলি সামাজিক ক্ষেত্রে আমূল পরিবর্তন নিয়ে আসতে পারে। সেই অনুসারে লাকাডং এলাকার হলুদের বিপণন ও লেনদেনের কাজে ড্রোন / ইউএভি প্রযুক্তিকে কাজে লাগানোর সিদ্ধান্ত হয়েছে।
এই উপলক্ষে শিল্প প্রসার ও অভ্যন্তরীণ বাণিজ্য দপ্তরের অতিরিক্ত সচিব শ্রীমতী সুমিতা দাওরা বলেছেন, পশ্চিম জয়ন্তিয়া পার্বত্য এলাকার হলুদ চাষীদের সঙ্গে যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে অভিনব এই প্রযুক্তি অনুঘটকের ভূমিকা পালন করবে। সেই সঙ্গে চতুর্থ শিল্প বিপ্লবে গতি সঞ্চারিত করবে।
উল্লেখ করা যেতে পারে, মেঘালয়ের পশ্চিম জয়ন্তিয়া পার্বত্য এলাকায় লাকাডং-এ উৎপাদিত হলুদ বিশ্বের এমন এক প্রজাতির কৃষিজ পণ্য, যাতে কার্কিউমিনের পরিমাণ ৭ থেকে ৯ শতাংশ। অন্যান্য প্রজাতির হলুদে কেবলমাত্র ৩ শতাংশ কার্কিউমিন উপাদান থাকে। সে দিক থেকে এই কৃষিজ পণ্যটি লাকাডং জেলার অর্থনীতিতে আমূল পরিবর্তন নিয়ে আসতে পারে। ইতিমধ্যেই মেঘালয় লাকাডং-এর হলুদের জন্য জিআই ট্যাগ বা স্বতন্ত্র ভৌগলিক পরিচিতি সম্পন্ন কৃষিজ পণ্যের স্বীকৃতির দাবি জানিয়েছে। পরিসংখ্যান অনুযায়ী ২০১৮-তে ভারত থেকে হলুদ রপ্তানির পরিমাণ ২৩৬.৫ মিলিয়ন মার্কিন ডলার। হলুদ এমন একটি কৃষিজ পণ্য যাতে সুস্বাস্থ্যের উপযোগী একাধিক ভেষজ গুণ রয়েছে।
ভারত বিশ্বের বৃহত্তম হলুদ উৎপাদক ও রপ্তানিকারী দেশ হওয়া সত্বেও বিপুল পরিমাণ হলুদ আমদানি করে থাকে। দেশে আমদানিকৃত হলুদকে প্রক্রিয়াকরণ শিল্পে ব্যবহারের জন্য ব্যাপক কাজে লাগানো হয়। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রাজ্যসভায় গত বছরের ১২ মার্চ এক লিখিত জবাবে জানিয়েছিলেন, বিশ্বের মোট উৎপাদিত হলুদের ৭৮ শতাংশ ভারতে উৎপন্ন হয়ে থাকে। ২০১৮-১৯-এ দেশে হলুদ উৎপাদনের পরিমাণ ছিল প্রায় ৩ লক্ষ ৯০ হাজার টন।
CG/BD/AS/
(रिलीज़ आईडी: 1795787)
आगंतुक पटल : 258