রেলমন্ত্রক
azadi ka amrit mahotsav

সরকার রেল প্রকল্পগুলি কার্যকর ও দ্রুত বাস্তবায়নের জন্য পদক্ষেপ গ্রহণ করেছে

Posted On: 04 FEB 2022 2:23PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৪ ফেব্রুয়ারি, ২০২২
 
২০২১ সালের পয়লা এপ্রিল পর্যন্ত ৫১ হাজার ১৬৫ কিলোমিটার দীর্ঘ রেল পথ সম্প্রসারণে প্রায় ৭.৫৩ লক্ষ কোটি টাকা খরচ রয়েছে। ৪৮৪টি রেল প্রকল্পের কাজ বিভিন্ন পর্যায়ে রয়েছে। গত বছর মার্চের মধ্যে ২.১৪ লক্ষ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১০ হাজার ৬৩৮ কিলোমিটার দীর্ঘ রেল পথ ভারতীয় রেলে অন্তর্ভুক্ত রয়েছে। 
 
২১ হাজার ৩৭ কিলোমিটার দীর্ঘ ১৮৭টি নতুন রেল লাইন প্রকল্পের কাজ হাতে নেওয়া হয়েছে। এর জন্য খরচ হবে ৪ লক্ষ ৫ হাজার ৯১৬ কোটি টাকা। ২০২১ সালের মার্চ পর্যন্ত এর মধ্যে ২ হাজার ৬২১ কিলোমিটার দীর্ঘ রেল পথ নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে এবং তা ভারতীয় রেলে অন্তর্ভুক্ত হয়েছে। এর জন্য খরচ হয়েছে ১ লক্ষ ৫ হাজার ৫৯১ কোটি টাকা। ৬ হাজার ২১৩ কিলোমিটার রেল পথে ৪৬টি গেজ পরিবর্তনের পরিকল্পনা নেওয়া হয়। এর জন্য খরচ ধরা হয়েছে ৫৩ হাজার ১৭১ কোটি টাকা। এর মধ্যে ২২ হাজার ১৮৪ কোটি টাকা ব্যয়ে ৩ হাজার ৫৮৭ কিলোমিটার দীর্ঘ রেল লাইনের কাজ সম্পন্ন হয়েছে। এমনকি ২ লক্ষ ৯৩ হাজার ৪৭১ কোটি টাকা মূল্যের ২৩ হাজার ৯১৫ কিলোমিটার দীর্ঘ রেল পথে ২৫১টি ডাবল লাইন প্রকল্পের কাজ হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে গত বছর মার্চ পর্যন্ত ৮৬ হাজার ৪১ কোটি টাকা ব্যয়ে ৪ হাজার ৪৩০ কিলোমিটার দীর্ঘ রেল পথে ডাবল লাইনের কাজ সম্পন্ন হয়েছে। 
 
যেকোনো রেল প্রকল্প শেষ করা নির্ভর করে রাজ্য সরকারের দ্রুত জমি অধিগ্রহণ, বন বিভাগের আধিকারিকদের ছাড়পত্র, প্রকল্পের খরচে রাজ্যের ভাগের অংশ জমা দেওয়া ইত্যাদির উপর। বিভিন্ন কর্তৃপক্ষের কাছ থেকে আইনি ছাড়পত্র, প্রকল্প এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, জলবায়ু পরিস্থিতির কারণে কোনো কোনো ক্ষেত্রে এই প্রকল্পের কাজ শুরু হতে বিলম্বিত হয়ে থাকে। তবে, ভারতীয় রেল এই প্রকল্পগুলির কাজ দ্রুত শেষ করতে সব ধরণের প্রয়াস চালাচ্ছে।
 
রেল প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়নের জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্পগুলিতে অর্থ বরাদ্দ করা হয়েছে। কাজের উপর পর্যবেক্ষণ চালানো হচ্ছে। দ্রুত জমি অধিগ্রহণ ও বন আধিকারিকদের ছাড়পত্রের মতো বিষয়ে সমস্যা সমাধানে রাজ্য সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত আলাপ-আলোচনা চালানো হচ্ছে। 
 
২০১৪ সাল থেকে রেল প্রকল্পে বাজেট বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ২০১৯-২০ আর্থিক বর্ষে রেল প্রকল্পগুলির জন্য ৩৯ হাজার ৮৩৬ কোটি টাকা বাজের বরাদ্দ করা হয়। ২০২০-২১ অর্থ বর্ষে তা বাড়িয়ে ৪৩ হাজার ৬২৬ কোটি টাকা করা হয়েছে। ২০২১-২২ অর্থ বর্ষে রেল প্রকল্পগুলির জন্য সর্বকালের সর্বোচ্চ ৫২ হাজার ৩৯৮ কোটি টাকা বাজের বরাদ্দ করা হয়। 
 
রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানিয়েছেন রেল, যোগাযোগ ও বৈদ্যুতিন এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব।
 
CG/SS/SKD/

(Release ID: 1795708) Visitor Counter : 144
Read this release in: English , Urdu , Tamil , Malayalam