খাদ্যপ্রক্রিয়াকরণশিল্পমন্ত্রক
azadi ka amrit mahotsav

ক্ষুদ্র শিল্প সংস্থাগুলির জন্য আত্মনির্ভর ভারত প্যাকেজ

Posted On: 04 FEB 2022 2:13PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৪ ফেব্রুয়ারি, ২০২২
 
আত্মনির্ভর ভারত গঠন উদ্যোগের অঙ্গ হিসেবে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রক কেন্দ্রীয় সরকারের সাহায্যপ্রাপ্ত পিএম ফর্মালাইজেশন অফ মাইক্রো ফুড প্রসেসিং এন্টারপ্রাইজ (পিএমএফএমই) প্রকল্প বাস্তবায়ন করেছে। এর মাধ্যমে ২ লক্ষ ক্ষুদ্র খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প সংস্থা স্থাপন/ আধুনিকীকরণের জন্য আর্থিক, প্রযুক্তিগত এবং ব্যবসায়িক সহায়তাদানের উদ্দেশ্যে ২০২০-২১ থেকে ২০২৪-২৫ পর্যন্ত ঋণ সংযুক্তি অনুদান হিসেবে ১০ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। 
 
খাদ্য প্রক্রিয়াকরণ ক্ষেত্রে গবেষণা ও প্রশিক্ষণের মাধ্যমে ক্ষুদ্র শিল্প সংস্থাগুলিকে সাহায্য করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ব্যক্তিগতভাবে প্রতিষ্ঠিত ক্ষুদ্র শিল্প সংস্থাগুলিকে সাহায্য করা হয়েছে। ঋণ সংযুক্তি মুলধনী অনুদান যোগ্য প্রকল্পে ব্যয়ের ৩৫ শতাংশ, প্রতিটি কেন্দ্রকে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত সাহায্য করা হয়েছে। মূল্যশৃঙ্খল ব্যবস্থাপনায় সমবায়গুলির উৎপাদিত পণ্যসামগ্রী বাছাই, গুদামজাত করা, সাধারণ প্রক্রিয়াকরণ, প্যাকেটজাত, বিপণন, পরীক্ষা ইত্যাদির জন্য এফপিও/ স্বনির্ভর গোষ্ঠী/ উৎপাদক সমবায় সংস্থাগুলিকে ঋণ সংযুক্তির অনুদান হিসেবে সাহায্য করা হয়েছে। বীজ কেনার মূলধনের জন্য স্বনির্ভর গোষ্ঠীগুলিকেও সাহায্য দেওয়া হয়েছে। খাদ্য প্রক্রিয়াকরণে যুক্ত স্বনির্ভর গোষ্ঠীর সদস্য প্রতি ৪০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। সাধারণ পরিকাঠামো উন্নয়নের জন্য সাহায্য করা হয়েছে। এমনকি ব্র্যান্ডিং বিপণন ক্ষেত্রে সহায়তা দেওয়া হয়েছে। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প এবং নির্দিষ্ট দক্ষতার প্রয়োজন মেটাতে উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচিতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি বিপণন ও ব্র্যান্ডিং উপাদানের আওতায় ক্ষুদ্র উদ্যোগ সংস্থাগুলির জন্য পরিকল্পনা করা হয়েছে। পণ্যের মান সহ একটি সাধারণ ব্র্যান্ড ও প্যাকেটজাত করার প্রক্রিয়ার উন্নতি, জাতীয় এবং আঞ্চলিক স্তরে খুচরো মূল্যশৃঙ্খল ও রাজ্যস্তরে প্রতিষ্ঠানগুলির সঙ্গে বিপণন চুক্তি, পণ্যের গুণমান নিয়ন্ত্রণ, বিপণন সম্পর্কিত প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। 
 
রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানিয়েছেন কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রী শ্রী প্রহ্লাদ সিং প্যাটেল।
 
CG/SS/SKD/

(Release ID: 1795466) Visitor Counter : 179