প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

মাঝ সমুদ্রে আহত মৎসজীবীকে আইএনএস আদিত্যর চিকিৎসা সংক্রান্ত সহযোগিতা

प्रविष्टि तिथि: 04 FEB 2022 12:13PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৪ঠা ফেব্রুয়ারী , ২০২২
 
গোয়ার পশ্চিমে তেসরা ফেব্রুয়ারী এফ ভি মোহননাথন মাছ ধরার নৌকোটিতে বিপিন নামে এক মৎসজীবী গুরুতর আহত হন। তাঁর ডান হাতে যথেষ্ট চোট লাগে, প্রবল রক্তক্ষরণ হয়, এর ফলে রক্তে অক্সিজেনের মাত্রা কমে যায়। এই পরিস্থিতিতে আইএনএস আদিত্যর কাছে সাহায্য চাওয়া হয়। আইএনএস আদিত্যর নাবিকরা  দ্রুত ঘটনাস্থলে যায়। তাঁরা বিপিনকে অক্সিজেন দেওয়া শুরু করেন ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করে্ন। আইএনএস আদিত্য এফ ভি মোহননাথনের মৎসজীবীদের রান্না করা খাবার সরবরাহ করে। আহত বিপিনকে সুস্থ করে নৌবাহিনীর এই জাহাজের নাবিকরা তার সহকর্মীদের কাছে তাকে ফেরৎ পাঠায়।  
  
CG/CB/SFS

(रिलीज़ आईडी: 1795461) आगंतुक पटल : 178
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Tamil , Telugu