নারীওশিশুবিকাশমন্ত্রক

কোভিড-১৯ এর কারণে অনাথ শিশুদের সহায়তা

Posted On: 02 FEB 2022 4:56PM by PIB Kolkata
নতুন দিল্লি,২ ফেব্রুয়ারি, ২০২২
 
প্রধানমন্ত্রী কোভিড-১৯ মহামারীর কারণে পিতা-মাতা বা আইনি অভিভাবক বা দত্তক পিতামাতা উভয়কেই হারিয়েছেন এমন শিশুদের সহায়তার জন্য 'পিএম কেয়ার্স ফর চিলড্রেন স্কিম' ঘোষণা করেছেন। অনলাইন পোর্টাল-  pmcaresforchildren.in এর   মাধ্যমে এই প্রকল্পের সুযোগ গ্রহণ করা যাবে। তাই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারকে এই ধরনের শিশুদের জন্য আবেদনগুলি সংশ্লিষ্ট পোর্টালে আপলোড করতে হবে । চলতি বছরের ৩১শে জানুয়ারি পর্যন্ত, এই পোর্টালে ৬৬২৪টি আবেদন আপলোড করা হয়েছে, যার মধ্যে ৩৮৫৫টি আবেদন যথাযথ প্রক্রিয়া অনুযায়ী অনুমোদিত হয়েছে।উল্লেখ্য পশ্চিমবঙ্গ থেকে ৮৯ টি আবেদন জমা পড়েছে এবং ৫৬ টি আবেদন অনুমোদন হয়েছে।
 
মন্ত্রক শিশু সুরক্ষা পরিষেবা (সিপিএস)- মিশন বাতসল্য নামে একটি কেন্দ্রীয় সাহায্যপ্রাপ্ত প্রকল্প বাস্তবায়ন করছে, যার মাধ্যমে যত্নের প্রয়োজন এবং কঠিন পরিস্থিতিতে রয়েছে এমন শিশুদের পরিষেবা প্রদানের জন্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারগুলিকে সহায়তা প্রদান করা হয় থাকে ৷  সিপিএস প্রকল্পের আওতায় প্রতিষ্ঠিত চাইল্ড কেয়ার ইনস্টিটিউশন (সিসিআই) শিশুদের জন্য অন্যান্য বিষয়ের সঙ্গে সঙ্গে  বয়স-উপযুক্ত শিক্ষা, বৃত্তিমূলক প্রশিক্ষণ, বিনোদন, স্বাস্থ্যসেবা, কাউন্সেলিং ইত্যাদি করে থাকে। মন্ত্রক সেখানে বসবাসকারী যোগ্য শিশুদের জন্য টিকা প্রদান এবং শিশু ও যত্নদাতাদের মানসিক স্বাস্থ্য সহায়তা সহ চাইল্ড কেয়ার ইনস্টিটিউশনগুলির বিষয়ে সহায়তাকারী রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য যথাযথ পরামর্শ, নির্দেশিকা পাঠিয়েছে।
 
রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী শ্রীমতী স্মৃতি জুবিন ইরানি।
 
CG/SS


(Release ID: 1795199) Visitor Counter : 84


Read this release in: English , Urdu , Marathi , Tamil