সড়কপরিবহণওমহাসড়কমন্ত্রক

গ্রিন মহাসড়ক নীতির আওতায় প্রকল্পগুলির অবস্থা

Posted On: 02 FEB 2022 3:42PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২ ফেব্রুয়ারি,২০২২
 
গ্রিন মহাসড়ক (বৃক্ষরোপণ, প্রতিস্থাপন, সৌন্দর্যায়ন ও রক্ষণাবেক্ষণ) নীতি,২০১৫এর আওতায়  মহাসড়কগুলিকে সবুজায়নের লক্ষ্যে দেশের সমস্ত জাতীয় মহাসড়ককে নিয়ে আসা হয়েছে। এই নীতির আওতায়, ৫১,১৭৮ কিলোমিটার দীর্ঘ ৮৬৯টি জাতীয় মহাসড়ক প্রকল্পে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত ২৪৪.৬৮ লক্ষ গাছ লাগানো হয়েছে।এর মধ্যে পশ্চিমবঙ্গে ২৬ টি প্রকল্পে ১৫৬৫.৪৭ কিলোমিটার দীর্ঘ সড়ক পথে ১০লক্ষ ৩হাজার গাছ লাগানো হয়েছে।
 
ভারতীয় রোড কংগ্রেসের নির্দেশিকা  অনুসারে স্থানীয় আদিবাসীদের পছন্দ ভিত্তিক ,শোভনীয় এবং বিভিন্ন কৃষি জলবায়ু অঞ্চলের জন্য উপযোগী ছায়াযুক্ত গাছ লাগানো হয়েছে।
 
রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে এ কথা জানিয়েছেন সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী শ্রী নীতিন গড়করি। 
 
CG/SS


(Release ID: 1794834) Visitor Counter : 118