কেন্দ্রীয়লোকসেবাআয়োগ
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী সহকারী কমান্ড্যান্ট (এক্সিকিউটিভ) লিমিটেড বিভাগীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা ২০২১-এর চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে

Posted On: 31 JAN 2022 1:37PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৩১ জানুয়ারি, ২০২২

 

২০২১ সালের ১৪ই মার্চ কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী সহকারী কমান্ড্যান্ট (এক্সিকিউটিভ) লিমিটেড বিভাগীয় প্রতিযোগিতামূলক লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। চলতি বছরের ১৭-২০ জানুয়ারি পর্যন্ত লিখিত পরীক্ষীয় উত্তীর্ণ প্রার্থীদের ব্যক্তিত্ব যাচাইয়ের পরীক্ষা নেওয়া হয়। এই পরীক্ষার চূড়ান্ত ফলাফলের উপর ভিত্তি করে মেধা তালিকা তৈরি করা হয়েছে। মোট ২৩ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে ১৮ জন সাধারণ শ্রেণী, ৩ জন তপশিলি জাতিভুক্ত এবং ২ জন তপশিলি উপজাতিভুক্ত।

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের কার্যালয়ে পরীক্ষা হল সংলগ্ন প্রাঙ্গণে একটি সুবিধা কেন্দ্র খোলা হয়েছে। যোগ্য প্রার্থীরা তাদের নিয়োগ/ পরীক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য কর্মদিবসে সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে ব্যক্তিগতভাবে যাচাই করে নিতে পারেন। প্রয়োজনে টেলিফোনও করা যেতে পারে। টেলিফোন নম্বরটি হল – 011-23385271/ 23381125 । কমিশনের ওয়েবসাইটেও এই ফলাফলের বিষয়ে বিস্তারিত তথ্য রয়েছে। ওয়েবসাইটি হল - www.upsc.gov.in. ফলাফল ঘোষণার তারিখ থেকে ১৫ দিন পর্যন্ত এই তথ্য ওয়েবসাইটে পাওয়া যাবে।  

 

CG/SS/SKD/


(Release ID: 1793968) Visitor Counter : 159