ভারত সরকারের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টার কার্যালয়
azadi ka amrit mahotsav

ধারওয়াড় আইআইটি-তে ব্যয় সাশ্রয়ী ও পরিবেশ-বান্ধব জ্বালানী সংক্রান্ত আন্তর্জাতিক উৎকর্ষ কেন্দ্রের সূচনা

Posted On: 31 JAN 2022 12:38PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩১ জানুয়ারি, ২০২২

 

কর্ণাটকের ধারওয়াড় আইআইটি-তে ভার্চ্যুয়াল পদ্ধতিতে একটি ব্যয় সাশ্রয়ী ও পরিবেশ-বান্ধব জ্বালানী সংক্রান্ত আন্তর্জাতিক উৎকর্ষ কেন্দ্রের সূচনা হয়েছে। এইচএইচএসআইএফ – এর থেকে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা খাতে প্রাপ্ত অর্থের সাহায্যে এই কেন্দ্রটি গড়ে তোলা হয়। এখানে দক্ষতা বিকাশ, বিভিন্ন যন্ত্রের গবেষণা ও উন্নয়ন নিয়ে কাজ হবে। উদ্বোধনী অনুষ্ঠানে ধারওয়াড় আইআইটি-র গবেষণা ও উন্নয়ন শাখার ডিন অধ্যাপক এসআরএম প্রসন্ন জানান, সৌরশক্তি, বায়ুশক্তি এবং বায়োমাসের মতো বিভিন্ন পুনর্নবীকরণযোগ্য জ্বালানী ভারতে প্রচুর পরিমাণে রয়েছে। ব্যয় সাশ্রয়ী প্রযুক্তির মাধ্যমে এই শক্তিকে কিভাবে কাজে লাগানো যায়, তা নিয়ে এই কেন্দ্রে গবেষণা করা হবে।

কেন্দ্রের মুখ্য বিজ্ঞান উপদেষ্টা অধ্যাপক কে বিজয়রাঘবন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অধ্যাপক রাঘবন জানান, জলাবায়ু পরিবর্তন আটকাতে জ্বালানী সংক্রান্ত ক্ষেত্রে গবেষণার প্রয়োজন। বিগত দু’দশক ধরে ভারতের সৌরশক্তি, বায়ুশক্তি, পারমাণবিক শক্তি এবং অন্যান্য জ্বালানী নিয়ে যথেষ্ট গবেষণা হয়েছে। কিন্তু, এই গবেষণার ফল বাজারে এখনও যথাযথভাবে এসে পৌঁছায়নি। ধারওয়াড় আইআইটি হানিওয়েলের মতো শিল্প সংস্থার সঙ্গে যুক্ত হয়ে তরুণ প্রজন্মকে জ্বালানীর বিভিন্ন সমস্যার সমাধানে সাহায্য করবে। এর ফলে, জলবায়ু পরিবর্তনজনিত বিভিন্ন সমস্যার সমাধানে যেসব প্রযুক্তি গ্রহণ করা হবে, সেগুলি ব্যবহারের জন্য আগামী প্রজন্মকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে। আইআইটি ধারওয়াড়, হানিওয়েল এবং সেলকো ফাউন্ডেশন একযোগে এই কেন্দ্রটি গড়ে তুলতে সাহায্য করেছে।

ধারওয়াড় আইআইটি-র বোর্ড অফ গভর্নর্স-এর চেয়ারম্যান শ্রী বিনায়ক চট্টোপাধ্যায় জানান, ব্যয় সাশ্রয়ী ও পরিবেশ-বান্ধব জ্বালানীর জন্য এই আন্তর্জাতিক উৎকর্ষ কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই কেন্দ্রের গবেষণা ও উদ্ভাবন সংক্রান্ত বিভিন্ন উদ্যোগের ফলাফল সুদূরপ্রসারী হবে।

হানিওয়েল ইন্ডিয়ার সভাপতি এবং এইচএইচএসআইএফ-এর নির্দেশক আশিস গাইকোয়াড় জানান, কেন্দ্র ২০৩০ সালের মধ্যে দেশে মোট জ্বালানীর ৫০ শতাংশ পুনর্নবীকরণযোগ্য জ্বালানী হিসাবে ব্যবহার করতে উদ্যোগী হয়েছে। ধারওয়াড় আইআইটি সেই উদ্যোগে সহায়তা করবে। এই কেন্দ্রের উদ্ভাবিত যন্ত্র বা প্রযুক্তি প্রয়োগে সেলকো ফাউন্ডেশন সহায়তা করবে। সেলকোর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক ডঃ হরিশ হান্ডে জানান, আইআইটি-র সঙ্গে যুক্ত নয়, এ ধরনের উদ্ভাবক ও শিল্পোদ্যোগীদের জন্য ধারওয়াড় আইআইটি-র দরজা খুলে দেওয়া নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।

 

CG/CB/SB


(Release ID: 1793921) Visitor Counter : 167