বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক

মহাকাশে তেজস্ক্রিয় পরিবেশ সম্পর্কে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের ছাত্রছাত্রী ও বিজ্ঞানীরা আলোচনা করেছেন

Posted On: 28 JAN 2022 3:32PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৮ জানুয়ারি, ২০২২

 

ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের একদল ছাত্রছাত্রী এবং বিশেষজ্ঞ ‘মহাকাশে তেজস্ক্রিয়তা : সূর্য থেকে পৃথিবী, চাঁদ, মঙ্গল গ্রহ এবং তারও পরে তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য’ শীর্ষক একটি কর্মশালায় যোগ দেন। ২৪-২৮শে জানুয়ারি এই কর্মশালায় মহাকাশে তেজস্ক্রিয় পরিবেশ, মহাকাশে জীববিজ্ঞান, কৃত্রিম মেধা ও মেশিন লার্নিং টুলের প্রয়োগ নিয়ে আলোচনা হয়েছে। ইসরোর প্রাক্তন চেয়ারম্যান শ্রী কিরণ কুমার কর্মশালায় মহাকাশ সংক্রান্ত ভারতের বিভিন্ন মিশনের বিষয়ে আলোচনা করেন। এছাড়াও ২০২৫ সাল পর্যন্ত ভারত মহাকাশের ক্ষেত্রে যে অভিযানগুলির পরিকল্পনা করেছে সেবিষয়ে বিস্তারিত জানিয়েছেন। শ্রী কুমার জানান, চন্দ্রযান-১ ইসরোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্য দিয়ে চাঁদ সম্পর্কে নতুন তথ্য আমরা জানতে পেরেছি। চাঁদে ক্ষার ও জলের অনুর উপস্থিতি চন্দ্রযান-১ –এর মাধ্যমে জানা গেছে। মারস অর্বিটার মিশন ৭ বছর ধরে মঙ্গল গ্রহকে পরীক্ষা নিরীক্ষা করেছে। ভারত, মহাকাশ সংক্রান্ত গবেষণার জন্য অ্যাস্ট্রোস্যাট মিশন বাস্তবায়িত করেছে। এখন চন্দ্রযান-২ –এর প্রস্তুতি চলছে। কৃত্রিম উপগ্রহ তৈরি করে আদিত্য-এল-১ মিশনের মাধ্যমে সূ্র্যের উপর যে পরীক্ষা নিরীক্ষা চালানো হচ্ছে তার কাজ শীঘ্রই শেষ হবে। চাঁদের উপর পরীক্ষা নিরীক্ষার জন্য ইসরো ও জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি একযোগে কাজ করবে। এই কর্মশালা আয়োজনে ভারত-মার্কিন বিজ্ঞান ও প্রযুক্তি ফোরাম সহায়তা করেছে। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের স্বায়ত্বশাসিত সংস্থা নৈনিতালের আর্যভট্ট রিসার্ট ইনস্টিটিউট অফ অবজারভেশনাল সায়েন্সেস এবং পুনের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ সহায়তা করেছে। ৫ দিনের এই কর্মশালায় প্রতিদিন একেকটি নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এগুলি হলো – ১. পৃথিবী, ২. বায়ু ও মহাকাশে আলো, ৩. উত্তোলন, ৪. মহাকাশে তেজস্ক্রিয়তা ও জীববিজ্ঞান, ৫. মহাকাশের পরিস্থিতি সম্পর্কে সচেতনতা ও সুযোগ। আলোচনায় ভারত ও মার্কিন  যুক্তরাষ্ট্রের বিশিষ্ট বিজ্ঞানীরা অংশগ্রহণ করেন।

 

CG/CB/SKD/



(Release ID: 1793393) Visitor Counter : 220


Read this release in: English , Urdu , Hindi , Tamil , Telugu