ভারী শিল্প মন্ত্রক
সরকার দ্বিতীয় পর্যায়ে ভারতীয় মূলধনী পণ্যক্ষেত্রে প্রতিযোগিতা বাড়ানোর লক্ষ্যে একটি কর্মসূচির কথা ঘোষণা করেছে
Posted On:
28 JAN 2022 12:45PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৮ জানুয়ারি, ২০২২
কেন্দ্রীয় ভারী শিল্প মন্ত্রক অভিন্ন প্রযুক্তিগত উন্নয়ন এবং পরিষেবা পরিকাঠামো ক্ষেত্রে সহায়তা দিতে ভারতীয় মূলধনী পণ্যক্ষেত্রে প্রতিযোগিতা বাড়ানোর লক্ষ্যে দ্বিতীয় পর্যায়ের কর্মসূচির কথা ঘোষণা করেছে। এই কর্মসূচিতে ১,২০৭ কোটি টাকার তহবিল সংস্থান করা হয়েছে। এর মধ্যে বাজেট সহায়তার পরিমাণ ৯৭৫ কোটি টাকা এবং বাকি ২৩২ কোটি টাকা সংশ্লিষ্ট ক্ষেত্রের শিল্প সংস্থাগুলি যোগান দেবে। মন্ত্রকের পক্ষ থেকে গত ২৫ জানুয়ারি এই কর্মসূচির কথা ঘোষণা করা হয়।
মূলধনী পণ্যক্ষেত্রে প্রতিযোগিতা বাড়ানোর লক্ষ্যে দ্বিতীয় পর্যায়ে এই কর্মসূচি শুরু করার উদ্দেশ্যই হল, কর্মসূচির প্রথম পর্যায়ে মূলধনী পণ্যসামগ্রী ক্ষেত্রে যে অনুকূল প্রভাব পড়েছে তা বজায় রাখা এবং এ ধরনের পণ্যসামগ্রীর প্রতিযোগিতার পরিধি বৃদ্ধি করা। দ্বিতীয় পর্যায়ের এই কর্মসূচির ফলে ভারতীয় মূলধনী পণ্যসামগ্রীর বিপণন পরিধি বাড়বে এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে সক্ষম হয়ে উঠবে। পক্ষান্তরে, উৎপাদন ক্ষেত্রে মূলধনী পণ্যসামগ্রীর অংশীদারিত্ব বেড়ে অন্তত ২৫ শতাংশ হবে।
দ্বিতীয় পর্যায়ে মূলধনী পণ্যক্ষেত্রে প্রতিযোগিতা বাড়াতে এই কর্মসূচিতে ছয়টি গুরুত্বপূর্ণ দিক রয়েছে। এগুলি হল – প্রযুক্তি উদ্ভাবন পোর্টালের মাধ্যমে সঠিক প্রযুক্তি চিহ্নিতকরণ; আরও চারটি উৎকর্ষ কেন্দ্র স্থাপন এবং বর্তমানে চালু উৎকর্ষ কেন্দ্রগুলির মানোন্নয়ন; মূলধনী পণ্যক্ষেত্রে দক্ষতার প্রসার ঘটিয়ে ষষ্ঠ বা তার ঊর্ধ্বে পর্যায়ে প্রয়োজনীয় প্রশিক্ষণের পদক্ষেপ গ্রহণ করা; চারটি অভিন্ন ইঞ্জিনিয়ারিং ফেসিলিটি সেন্টার স্থাপন করা এবং বর্তমানে চালু এ ধরনের কেন্দ্রগুলির মানোন্নয়ন; বর্তমানে চালু টেস্টিং ও সার্টিফিকেশন সেন্টারগুলির সংস্কার; প্রযুক্তিগত মানোন্নয়নের জন্য ১০টি ইন্ডাস্ট্রি অ্যাক্সেলেটর গড়ে তোলা।
নিম্নলিখিত লিঙ্কে এই কর্মসূচির বিস্তারিত বিবরণ এবং আবেদনপত্র দেওয়া রয়েছে -
CG/BD/DM/
(Release ID: 1793331)
Visitor Counter : 220