প্রতিরক্ষামন্ত্রক

ভারতীয় নৌ-বাহিনীর জন্য কৃত্রিম মেধার প্রয়োগ বাড়াতে আইএনএস বলসুরায় কর্মশালা

Posted On: 27 JAN 2022 2:16PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৭ জানুয়ারি, ২০২২

 

ভারতীয় নৌ-বাহিনী কৃত্রিম মেধার প্রয়োগ বাড়ানোর জন্য ১৯-২১শে জানুয়ারি একটি কর্মশালার আয়োজন করে। নৌ-বাহিনীর কারিগরি সংক্রান্ত প্রশিক্ষণ কেন্দ্র আইএনএস বলসুরায় এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। বাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ড কর্মশালাটির মূল উদ্যোক্তা। এখানে গুগল, আইবিএম, ইনফোসিস এবং টিসিএস-এর মতো বিখ্যাত তথ্য প্রযুক্তি সংস্থাগুলির প্রতিনিধিরা বক্তব্য রাখেন। নৌ-বাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ডের প্রধান ভাইস অ্যাডমিরাল এম এ হাম্পিহোলি কর্মশালায় মূল বক্তব্য রাখেন। তিনি নৌ-বাহিনীতে অত্যাধুনিক প্রযুক্তি প্রয়োগের গুরুত্বের কথা উল্লেখ করেন। অনলাইনের মাধ্যমে আয়োজিত কর্মশালায় ৫০০ জন অংশগ্রহণ করেন।

ভারতীয় নৌ-বাহিনী কৃত্রিম মেধা ও মেশিন লার্নিং-এর মতো অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগাতে উদ্যোগী হয়েছে। গুজরাটের জামনগরে আইএনএস বলসুরায় ২০২০-র জানুয়ারি মাস থেকে বিগ ডেটা ও কৃত্রিম মেধা নিয়ে কাজকর্ম শুরু হয়। কৃত্রিম মেধার প্রয়োগ, এই কাজ করার জন্য মানবসম্পদ গড়ে তোলাই এই কেন্দ্রের মূল উদ্দেশ্য। এই কাজে শিক্ষা জগৎ ও শিল্প জগতের সাহায্য নেওয়া হচ্ছে। নৌ-বাহিনী কৃত্রিম মেধা সংক্রান্ত একটি কোর গ্রুপ গঠন করেছে। এই গোষ্ঠী বছরে দু’বার মিলিত হয় এবং নৌ-বাহিনীর বিভিন্ন কাজে কৃত্রিম মেধা ও মেশিন ল্যাঙ্গুয়েজের প্রয়োগ নিয়ে আলোচনা করা হয়। নৌ-বাহিনীর নিজস্ব প্রশিক্ষণ কেন্দ্রের পাশাপাশি, আইআইটি-গুলিরও সাহায্য নেওয়া হয়। কৃত্রিম মেধায় ভারত যাতে অগ্রণী হয়ে উঠতে পারে এবং কৃত্রিম মেধা প্রয়োগের মাধ্যমে দেশে প্রয়োজনীয় পরিবর্তন আনা যায়, সেই উদ্যোগের অঙ্গ হিসাবে নৌ-বাহিনীর এই প্রয়াস।

 

CG/CB/SB



(Release ID: 1792978) Visitor Counter : 127