স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারতে কোভিড-১৯ টিকাকরণের সংখ্যা ১৬3 কোটি ৫৮ লক্ষ ছাড়িয়েছে

দেশে গত ২৪ ঘন্টায় ৫৯ লক্ষের বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে
জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৩.২৩ শতাংশ
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৮৫ হাজার ৯১৪
ভারতে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে ২২ লক্ষ ২৩ হাজার ১৮
সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার বর্তমানে ১৭.৩৩ শতাংশ

Posted On: 26 JAN 2022 9:28AM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৬ জানুয়ারি, ২০২২


দেশে গত ২৪ ঘন্টায় ৫৯ লক্ষ ৫০ হাজার ৭৩১টি টিকার ডোজ দেওয়া হয়েছে। এরফলে, আজ সকাল ৭টা পর্যন্ত পাওয়া প্রাথমিক তথ্যানুযায়ী মোট টিকাকরণের সংখ্যা ১৬৩ কোটি ৫৮ লক্ষ ৪৪ হাজার ৫৩৬

আজ সকাল ৭-টা পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে মোট টিকাকরণের পরিসংখ্যান নিম্নরূপ:

স্বাস্থ্যকর্মী

প্রথম ডোজ

,০৩,৯৩,৭০১

দ্বিতীয় ডোজ

৯৮,৩৩,৯৯২

প্রিকশন ডোজ

২৯,৪৭,৩৭০

অগ্রভাগে থাকা করোনা-যোদ্ধা

প্রথম ডোজ

,৮৩,৯২,৩৫৫

দ্বিতীয় ডোজ

,৭১,৬৬,৮০৯

প্রিকশন ডোজ

৩০,২৯,১৯০

১৫-১৮ বছর বয়সী

প্রথম ডোজ

,৩৫,০৯,৬৩৩

১৮-৪৪ বছর বয়সী

প্রথম ডোজ

৫৩,৬৬,৩৬,১০২

দ্বিতীয় ডোজ

৩৯,৩৭,৫০,২১৪

৪৫-৫৯ বছর বয়সী

প্রথম ডোজ

১৯,৯৫,০১,৭৪৬

দ্বিতীয় ডোজ

১৬,৮০,৬১,৯৭৬

৬০ বছরের বেশি বয়সী

প্রথম ডোজ

১২,৪৩,৪০,২৩৮

দ্বিতীয় ডোজ

১০,৪৮,২৯,৫০৪

প্রিকশন ডোজ

৩৪,৫১,৭০৬

প্রিকশন ডোজ

৯৪,২৮,২৬৬

মোট

,৬৩,৫৮,৪৪,৫৩৬

দেশে গত ২৪ ঘন্টায় করোনা মুক্ত হয়েছেন ২ লক্ষ ৯৯ হাজার ৭৩ জন। এর ফলে, মহামারীর শুরুর সময় থেকে মোট সুস্থতার সংখ্যা ৩ কোটি ৭৩ লক্ষ ৭০ হাজার ৯৭১

জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৩.২৩ শতাংশ

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৮৫ হাজার ৯১৪

দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে ২২ লক্ষ ২৩ হাজার ১৮এরফলে দেশে মোট আক্রান্তের মধ্যে সুস্পষ্ট ভাবে করোনায় আক্রান্তের হার ৫.৫৫ শতাংশ

দেশে নমুনা পরীক্ষার হার লাগাতার বৃদ্ধি পেয়েছে। এর ফলে, গত ২৪ ঘণ্টায় ১৭ লক্ষ ৬৯ হাজার ৭৪৫টি নমুনা পরীক্ষা হয়েছে। সামগ্রিকভাবে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা এখনও পর্যন্ত ৭২ কোটি ৫ লক্ষ ৭২ হাজার ১৭৮।

দেশে একদিকে যখন নমুনা পরীক্ষার হার লাগাতার বেড়েছে, অন্যদিকে তখন সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার ১৭.৩৩ শতাংশ। একইভাবে, দৈনিক-ভিত্তিতে আক্রান্তের হার ১৬.১৬ শতাংশ।


CG/BD/SKD/



(Release ID: 1792804) Visitor Counter : 187